হাকিকুল ইসলাম খোকন ,যুক্তরাষ্ট্র সিনিয়র প্রতিনিধিঃ
নিউইয়র্কের জ্যামাইকা পারফর্মিং আট সেন্টারে আগামী ২৮ জুলাই শুরু হতে যাচ্ছে ৩১তম নিউইয়র্ক বাংলা বইমেলা। খবর বাপসনিউজ।পৃথিবীর বিভিন্ন দেশ থেকে লেখক-সাহিত্যিকেরা যোগ দিচ্ছেন কোভিড-উত্তর এই বইমেলায়। ২৮ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত ৪ দিনব্যাপী অনুষ্ঠান চলবে রাত ১১টা পর্যন্ত।
বাংলাদেশ, ভারত, লন্ডন, সুইডেন, অস্ট্রেলিয়া, কানাডা থেকে প্রচুর সংখ্যক কবি-লেখক-সাহিত্যক যোগ দিচ্ছেন। প্রতিদিনই রয়েছে সাহিত্যের অনুষ্ঠান ছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠান। রেজওয়ানা চৌধুরী বন্যা, অস্ট্রেলিয়া থেকে নীরা রহমান, লন্ডন থেকে নাহিদ নাজিয়া সহ আরো অনেক শিল্পী সংগীত পরিবেশন করবেন। উদ্বোধনী অনুষ্ঠান পরিবেশন করবে বিপা। সমাপনী অনুষ্ঠান করবে আড্ডা।
মুক্তধারা নিউইয়র্ক, ঘুংঘুরসহ আমেরিকা থেকে ৮টি প্রকাশনা সংস্থার স্টল থাকছে এবারের বইমেলায়। জ্যামাইকা পারফর্মিং আট সেন্টার, ১৫৩-১০ জ্যামাইকা এভিনিউ, জ্যামাইকা, নিউইয়র্ক ,এনওয়াই-১১৪৩২। জ্যামাইকা গামী ই ট্রেনে শেষ স্টেশনে নামলেই বইমেলার স্থান।
Leave a Reply