প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২২, ২০২৪, ২:২১ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৩, ২০২১, ৩:৩১ পি.এম
নিউ লাইফ ফাউন্ডেশনের উদ্যোগে প্রতিবন্ধীকে হুইল চেয়ার উপহার
নিউ লাইফ ফাউন্ডেশনের উদ্যোগে প্রতিবন্ধীকে হুইল চেয়ার উপহার
ফজলার রহমান গাইবান্ধা থেকেঃ
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নে শারীরিক প্রতিবন্ধী বরাত মিয়া পেল হুইল চেয়ার। ছোট শিশু বরাত মিয়া হাত-পা থেকেও নেই। নিজে চলতে পারে না। অন্যের সাহায্য নিয়ে চলতে হয় প্রতিবন্ধী বরাত মিয়াকে।
সরকারী ভাতা পেলেও বড় সমস্যা হল তার একটি হুইল চেয়ার নেই। প্রতিবন্ধী বরাত এর হুইল চেয়ার নেই খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক প্রকাশ হলে মানবতার ফেরিওয়ালা নিউ লাইফ ফাউন্ডেশন এর চেয়ারম্যান আবু জাহিদ নিউ এর নজরে আসে। তিনি তাৎক্ষনিক ভাবে ফাউন্ডেশনের সাধারণ সস্পাদক রশিদুল ইসলামকে খোঁজ খবর নিয়ে হুইল চেয়ারম্যান দেওয়ার নির্দেশ দেন।
সেই প্রতিশ্রুতি অনুযায়ী ৩ মার্চ বুধবার সকালে প্রতিবন্ধী বরাত মিয়াকে হুইল চেয়ার উপহার দেওয়া হয় নিউ লাইফ ফাউন্ডেশনের পক্ষ থেকে।
এসময় উপস্তিত ছিলেন নিউ লাইফ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক রশিদুল ইসলাম সরকার, দপ্তর সম্পাদক আসাদুজ্জামান রুবেল, কোষাধ্যক্ষ হাবিবুর রহমান মাষ্টার, আওয়ামী শ্রমিকলীগের সাধারণ সম্পাদক ও ফাউন্ডেশনের সদস্য মাহামুদুজ্জামান প্রান্ত, সদস্য লাইজু বেগম, আনোয়ারুল হাসান, সদস্য জালাল, সাংবাদিক পাপুল সরকার প্রমূখ।
প্রতিবেশী গোলাপ মিয়া বলেন, বরাত মিয়া গরীব পরিবারের ছেলে। এই শীতের মধ্যে মায়ের কোলে চরে চলাফেরা করে। ওর দিকে তাকালে খুব কষ্ট লাগে। খুব কষ্ট করে চলাচল করে বরাত মিয়া। তার একটি হুইল চেয়ার দরকার।
হুইল চেয়ার পাওয়ায় প্রতিবন্ধী বরাত মিয়ার পরিবার আনন্দিত হয়ে নিউ লাইফ ফাউন্ডেশনের জন্য দোয়া এবং কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
Copyright © 2024 dainikbijoyerbani.com. All rights reserved.