1. [email protected] : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. [email protected] : Hasan :
  3. [email protected] : dev : dev
নিরাপত্তা হুমকিতে বর্তমানে বেনাপোল বন্দর - dainikbijoyerbani.com
রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৫:২৬ অপরাহ্ন
ad

নিরাপত্তা হুমকিতে বর্তমানে বেনাপোল বন্দর

Reporter Name
  • Update Time : বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০
  • ১০৯ Time View

নিরাপত্তা হুমকিতে বর্তমানে বেনাপোল বন্দর

তারিখ ৩০।১২।১০২০রোজ বুধবার

মোঃ মেহেদী হাসান রাজু বেনাপোল প্রতিনিধি

নিরাপওা হুমকিতে রয়েছে দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল। বন্দরে বহিরাগত লোকজনের অবাধ যাতায়াত হুমকির মূখে ফেলে দিয়েছে বন্দরের নিরাপওা ব্যবস্থাকে। বর্তমানে বন্দরের প্রতিটি শেডে টেন্ডল নামে বহিরাগত একজন করে লোক নিয়োগ দেয়া হয়েছে অবৈধভাবে।

যারা সরাসরি রাজস্ব ফাঁকি ও শেড থেকে মালামাল চুরির সাথে জড়িত, এমন অভিযোগ করেছেন বন্দর ব্যবহারকারী সংগঠন গুলো। বন্দরে মোট ৪২ টি শেড রয়েছে, যার প্রতিটি শেডে বহিরাগত ট্যান্ডল নিয়োগ দেয়া হয়েছে রাজস্ব ফাকি ও মালামাল চুরির জণ্য।

বেনাপোল বন্দর দিয়ে বছরে ২০ লাখ মেট্রিক টন পণ্য আমদানি হয়ে থাকে। যা থেকে সরকার প্রায় ৬ হাজার কোটি টাকার রাজস্ব আদায় করে থাকে। বন্দর কর্তৃপক্ষও আলাদা রাজস্ব পায়। অথচ আমদানিকৃত এসব পণ্যের নিরাপত্তা নেই বললেই চলে। প্রতিনিয়ত পণ্য চুরি হচ্ছে বন্দর থেকে। ঘটছে অগ্নিকান্ড।

বেনাপোল কাস্টম হাউজ সূত্রে জানা যায়, ২০১৯-২০ অর্থবছরে বেনাপোল বন্দর দিয়ে ১৭ লাখ ৭৮ হাজার ৬২৮ মেট্রিক টন বিভিন্ন ধরনের পণ্য আমদানি হয়। ২০১৮-১৯ অর্থবছর ভারত থেকে ১৮ লাখ ৩৬ হাজার ৯৫৩ মেট্রিক টন পণ্য এবং ২০১৭-১৮ অর্থবছরে পণ্য আমদানি হয়েছিল ১৯ লাখ ৮৮ হাজার ৩৯৭ দশমিক ৯৩ মেট্রিক টন এবং ২০১৮-১৯ অর্থবছরে আমদানি হয়েছিল ২১ লাখ ৮১ হাজার ১২৩ মেট্রিক টন পণ্য।

চলতি ২০২০-২১ অর্থবছরের প্রথম ৫ মাসে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ছিল ২ হাজার ৫০৮ কোটি ৮৮ লাখ টাকা। এর বিপরীতে আদায় হয়েছে ১ হাজার ৫০৯ কোটি ৭৯ লাখ টাকা। রাজস্ব ঘাটতি হয়েছে ৯৯৯ কোটি ৯ লাখ টাকা।

বন্দরের প্রতিটি গেটে নিরাপওা কর্মীরা দায়িত্বে থাকার পরও অবাধে প্রবেশ করছে বহিরাগত লোকজন। বন্দর একটি বন্ডেড কেপিআই ভুক্ত এলাকা সত্বেও কিভাবে বন্দরে অবৈধ লোকজন প্রবেশ করছে তা নিয়ে বিভিন্ন ফোরামে অভিযোগ করা হলেও বন্দর কর্তৃপক্ষ কোন কর্ণপাত করছেন না। গত ১৭ ডিসেম্বর বেনাপোল কাস্টমস হাউজে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের এক পরামর্শক কমিটির সভায় বন্দর ব্যবহারকারী সংগঠন গুলো বন্দরে অবৈধ লোকজনের অবাধ যাতায়াত করার বিষয়ে অভিযোগ করে। কিন্তু বন্দর কর্তৃপক্ষ আজও পর্যন্ত এসব অবৈধ লোকজনকে শেড থেকে সরাতে পারেনি। ফলে আমদানি কারক ও বন্দর ব্যবহারকারীদের মাঝে তীব্র ক্ষোভ বিরাজ করছে তারা যেকোন সময় বড় ধরনের আ ন্দোলনে যাওয়ার কথা ভাবছে।

বেনাপোল আমদানি রফতানিকারক সমিতির যুগ্ন সাধারন সম্পাদক আব্দুল লতিফ জানান, বন্দরে বহিরাগত লোকজনরাই মালামাল চুরি করছে। বন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) মামুন তরফদারের ছত্র ছাঁয়ায় বন্দর থেকে মালামাল চুরি হচ্ছে। লতিফ বলেন, আমার ৫টি চালানের মালামাল চুরি হয়েছে ব ন্দরের শেড থেকে, তার মধ্যে গতমাসে ক্রাউন সিমেন্ট কোম্পানীর আমদানি করা মেশিনের একটি মোটর খুলে নিয়ে গেছে চোরেরা বন্দর থেকে। যার মূল্য ১২ লাখ টাকা। বন্দর কর্তৃপক্ষকে অভিযোগ করেও কোন ক্ষতিপুরন পাইনি।

বেনাপোল সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান স্বজন বলেন ,বন্দরের ভেতর অবৈধ লোকজন শেডে থাকা ঠিক না আমরা বিভিন্ন সময়ে বন্দর কর্তৃপক্ষকে বিষয়টি নিয়ে অভিযোগ করেছি কিন্ত বন্দরের উপ-পরিচালক মামুন তালুকদারের অসহযোগিতার কারনে বহিরাগত লোকজননের যাতায়াত ঠেকানো যাচ্ছে না। বরং তার প্রশ্রয়ে বন্দরে বিভিন্ন শেডে এসব অবৈধ লোকজন রাখা হয়েছে যার কারণে বন্দরে নিরাপত্তা ব্যবস্থা হুমকির মুখে পড়েছে।

ভারত বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্টিজ এর ডাইরেক্টর মতিয়ার রহমান জানান, বেনাপোল বন্দর হলো অর্থনীতির অন্যতম প্রধান মাধ্যম। ভারত-বাংলাদেশ বাণিজ্যের সিংহভাগ সম্পন্ন হয় এ বন্দরের মাধ্যমে। বন্দরের বহিরাগত অবৈধ লোকজনের অবাধ যাতায়াত কোন ভাবেই গ্রহন যোগ্য নয়। আমরা বন্দরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সংকিত।

বেনাপোল বন্দরের পরিচালক আব্দুল জলিল জানান, বন্দরে অবাধে বহিরাগত লোকজনের চলাচল নিয়ন্ত্রন করা হবে। বন্দরের শেডের অভ্যন্তরে কোন অবস্থাতেই বহিরাগত ট্যান্ডল রাখা যাবে না। যত দ্রুত সম্ভব এসব নিয়ন্ত্রন করা হবে। মালামাল চুরির বিষয়ে কোন অভযোগ পাওয়া যায়নি, অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
মোবাইল ০১৭১২৩৪৩৯২৫

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি