পটুয়াখালীতে ৬৫ দিনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে মাছ শিকারের দায়ে ৩ টি মাছ ধরা ট্রলার ও ১০ পিচ বেহুন্দী জালসহ ২৫ জেলেকে আটক কেরেছে নিজামপুর কোষ্টগার্ড। শুক্রবার সকালে আন্ধারমানিক নদী মোহনায় অভিযান চালিয়ে এসব জাল ও ট্রলার জব্দ করা হয়। জব্দকৃত জালের অবৈধ বাজার মূল্য ৫ লাখ টাকা। পরে তিন ট্রলার মালিককে ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দকৃত জাল নিজামপুর কোষ্টগার্ড ষ্টেশনে পুড়িয়ে ফেলা হয় এবং নিষোধাজ্ঞা কালীন সময়ে মাছ ধরবেনা মর্মে মুচলেখা রেখে জেলেদের ছেরে দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা, নিজামপু কোষ্টগার্ডের পেটি অফিসার হরি প্রসাদ সিং ও উপজেলা মৎস্য ক্ষেত্র সহকারী অফিসার মহাসিনসহ কোষ্টগার্ডের সদস্যরা।