হাকিকুল ইসলাম খোকন ,যুক্তরাষ্ট্র সিনিয়র প্রতিনিধিঃ
যুক্তরাষ্ট্রের আলাবামা অঙ্গরাজ্যের একটি মাঠে ফুটবল খেলা চলাকালীন গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় চারজন নিহত হয়েছে। আতঙ্ক ছড়িয়ে পড়লে দশর্ক ও খেলোয়াড়রা দ্রুত মাঠ ত্যাগ করেন।
শনিবার (১৬ অক্টোবর) মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শুক্রবার রাত ৯:৫৬ মিনিটের দিকে রাজ্যের মোবাইল শহরের লাডি পিবলস স্টেডিয়াম উইলিয়ামসন-ভিগর দলের খেলার শেষ মুহূর্তে এমন অপ্রত্যাশিত ঘটনা ঘটে।
পুলিশ প্রধান পল প্রিন জানিয়েছেন, শুক্রবার রাতের ওই গোলাগুলির ঘটনায় নিহত চারজনের মধ্যে দুজন কিশোর। এ ছাড়া আরও একজনের অবস্থা আশঙ্কাজনক। আহত তিন ব্যক্তি ও এক নারীকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
তবে এই গোলাগুলির কারণ সম্পর্কে এখনো কিছুই বলতে পারেননি তিনি। তবে ধারণা করছেন, দুই ব্যক্তি এ ঘটনায় জড়িত থাকতে পারেন। তিনি বলেন, “এ ঘটনায় একাধিক ব্যক্তি জড়িত বলে আমরা ধারণা করছি। তবে গুলি করেছেন সম্ভবত একজন।”
স্থানীয় সংবাদমাধ্যমে বলা হয়েছে, গুলিবিদ্ধ হয়ে ৪ জন আহত হয়েছেন। কোথা থেকে গুলি ছোড়া হয়েছে এ নিয়ে তদন্ত শুরু করেছে নিরাপত্তা বাহিনী। মাঠ ও আশপাশের এলাকায় নিরাপত্তা বাহিনীর উপস্থিতি জোরদার করা হয়েছে। জড়িতদের আটকের চেষ্টা চালানো হচ্ছে।
Leave a Reply