নীলফামারীতে চওড়া ইউনিয়নে ৫ শত দরিদ্র মানুষ পেলো প্রধানমন্ত্রীর উপহার
স্টাফ রিপোর্টার মোঃ মোস্তাফিজুর রহমান, নীলফামারীতে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপহার,পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতারের জন্য দরিদ্র মানুষের মাঝে ৫শত টাকা করে বিতরন করেছেন চওড়া বড়গাছা ইউনিয়ন।
আজ সকালে চওড়া বড়গাছা ইউনিয়নে পরিষদ চত্বরে দরিদ্র মানুষের মাঝে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপহার তুলে দেন চওড়া বড়গাছা ইউপি চেয়ারম্যান মোশারফ ইসলাম। এ সময় ট্যাগ অফিসার হিসাবে দ্বায়িত্ব পালন করেন নীলফামারী সদর উপজেলার উপজেলা সমবায় অফিসার মঞ্জুরুল মোর্শেদ ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা আব্দুল হাকাম সরকার। এছাড়াও এ সময় ইউপি সচিব, ইউপি সদস্য, সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
এ সকল দরিদ্র মানুষ প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপহার পেয়ে খুশি এবং প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করেন,তিনি যেন দীর্ঘজীবি হন। ইউনিয়নের ৯ টি ওয়ার্ডে ৫ শত দরিদ্র মানুষের মাঝে ৫শত টাকা দেয়া হয়েছে।