মোঃ সুমন ইসলাম প্রামানিক ডোমার (নীলফামারী )প্রতিনিধি
নীলফামারীর ডোমার উপজেলায় খুলনাগামী রকেট মেইল ট্রেনের ধাক্কায় ইট বোঝাই ট্রাক চালক সহকারী (হেলপার) শাকিল ইসলাম (২৮) ঘটনাস্থলে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ড্রাইভার হাচান মাহামুদুর রহমান (৪৫) ও ইট ব্যবসায়ী আনিছুর রহমান (৩৫)।
নিহত শাকিল নওগার সদর উপজেলার বেনি ফতেপুর গ্রামের মোঃ মজিবুর রহমানের ছেলে।
আজ মঙ্গলবার (২৪ আগস্ট) সকাল সাড়ে সাতটায় ডোমার উপজেলার কাজিরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ সকাল ৭টায় চিলাহাটি রেল ষ্টেশন থেকে দেড় কিলোমিটার দূরে কাজীরহাট সংলগ্ন এলাকায় অরক্ষিত রেল ক্রসিংয়ে ইট বোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্্েরা- ট ২২-৮১৮৫) পারাপারের সময় খুলনাগামী রকেট মেইল ট্রেন ধাক্কা দিলে ঘটনাস্থলে মারা যায় হেলপার। গুরুতর আহত ইট ব্যবসায়ী আনিছুর রহমানকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে রংপুর মেডিক্যাল হাসপাতালে রেফার্ড করা হয়েছে। সে উপজেলার উত্তর কেতকীবাড়ী ইউনিয়নের বোটের পাড় গ্রামের আবু বক্করের ছেলে।
এছাড়া ড্রাইভার হাচান মাহামুদুর রহমানও আহত হয়। তার বাড়ী নওগার সদর উপজেলার বেনি ফতেপুর গ্রামে। ইট বোঝাই ট্রাকটি নওগাঁ থেকে ইট নিয়ে ডোমারের কাজীরহাট বোর্ড বাজার এলাকায় আসচ্ছিল।
দূর্ঘটনার পর থেকে চিলাহাটি-রাজশাহী ও চিলাহাটী-খুলনা রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। উদ্ধারকারী ট্রেন পার্ব্বতীপুর থেকে ঘটনাস্থলে এসে কাজ করছে বলে জানান চিলাহাটি রেল ষ্টেশন মাষ্টার আশরাফুল ইসলাম। তিনি জানান, দুর্ঘটনাস্থল থেকে ট্রানটি কিছুদুরে গিয়ে আটকে যায়। ট্রেনের ইঞ্জিনে ট্রাকের চাকা আটকে যায়।
ইঞ্জিন ঠিক করার পর ট্রেন চলাচল স্বাভাবিক হবে।
দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেন ডোমার থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোস্তাফিজার রহমান।