নুরল আমিন বিশেষ প্রতিনিধি :
রাস্তা কাঁচা থাকার কারণে দীর্ঘ পথ ঘুরে ইপিজেডের শ্রমিকেরা যাতায়াত করে। বর্ষাকালে বাড়ি থেকে বেরুলে কষ্টের শেষ নেই। সেই প্রতিক্ষার অবসান হলো রাস্তার কাজ উদ্বোধনের মধ্যে দিয়ে। গতকাল ১২ জুন সোমবার দুপুরে নীলফামারী সদর উপজেলার ইটাখোলা ইউনিয়নের কালার ডাঙা থেকে নিয়ামতপুর মসজিদ পর্যন্ত এক কিলোমিটার রাস্তার ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন এলাকার সাংসদ আসাদুজ্জামান নূর। নীলফামারী সদর এলজিইডি'র অর্থায়নে ১কিলোমিটার প্রায় ৯৪ লক্ষ টাকা ব্যায়ে কাজটি দোলা এন্টার প্রাইজের পক্ষে ঠিকাদার মোস্তাইন বিল্লাহের তত্ত্বাবধানে সম্পন্ন হবে। পরে কালার ডাঙা স্কুল মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নীলফামারী এলজিইডি প্রকৌশলী ফিরোজ হাসানের সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী প্রকৌশলী বিরল রায়ের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নীলফামারী ২ আসনের সাংসদ আসাদুজ্জামান নূর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান শাহিদ মাহমুদ, জেলা আওয়ামী লীগের সহসভাপতি হাফিজ রশিদ মঞ্জু, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেদায়েত আলী শাহ ফকির, প্রবীন শিক্ষক মমিনুর রহমান,সদর উপজেলা ভাইস চেয়ারম্যান দীপক চক্রবর্তী, শান্তনা চক্রবর্তী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল ইসলাম, জেলা মহিলা যুবলীগের সাধারণ সম্পাদক ইশরাত জাহান পল্লবী, জেলা ছাত্রলীগের সাধরন সম্পাদক মাসুদ সরকার, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন।প্রধান অতিথি জননেতা আসাদুজ্জামান নূর এমপি বলেন, সরকার যখন দেশকে উন্নয়নের চুড়ায় নিয়ে যাচ্ছে তখন দেশ বিরোধীরা সরকার উৎখাতের ষড়যন্ত্রে নেমেছেন কিন্তু সেই আশা কখনো সফল হবেনা, তিনি আবারও আওয়ামী লীগের সরকার কে ভোট দানে জনগণকে আহবান জানান।