নুরুল আমিন বিশেষ প্রতিনিধিঃ
নিজ পিতার হাতে চার মাসের পুত্র খুন হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ ১৩ মে শনিবার সকালে নীলফামারী পৌরসভার ৬ নং ওয়ার্ডের ফকিরগঞ্জ এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, নীলফামারীর সৈয়দপুর উপজেলা বোতলাগাড়ী ইউনিয়নের সোনাখুলি কামিল মাদ্রাসার কেমিস্ট্রি বিভাগের প্রভাষক মো,জাকারিয়ার সাথে ফকিরগঞ্জ এলাকার মৃত আব্দুল কাদেরের মেয়ে আয়েসা সিদ্দিকার সাথে ৮বছর আগে বিবাহ হয়, এবং দীর্ঘদিন দিন পর এই শিশুটি জন্মগ্রহণ করলে দ্বিতীয় স্ত্রীর সাথে মনোমালিন্য ঘটে, এই শিশুটি তার সম্পত্তির ওয়ারিশ হওয়ার কারণে চারমাসের শিশু ইয়াহিয়া আপন কে হত্যা করে। এবিষয়ে নীলফামারী সদর থানা অফিসার ইনচার্জ মুক্তারুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শিশুটির ঘাতক পিতাকে গ্রেফতার করা হয়েছে, আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। ঘাতক পিতা জাকারিয়া হলেন নীলফামারী সদর উপজেলার চোড়াইখোলা ইউনিয়নের শেখের মসজিদ পাড়ার ওমর আলীর ছেলে। এই হত্যাকান্ডে নীলফামারী জেলা সদরে চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে।