নুরল আমিন বিশেষ প্রতিনিধিঃ
শ্রদ্ধা ভালোবাসায় ভরিয়ে দিলেন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে।
স্লোগানে স্লোগানে মুখরিত নীলফামারীর রাজপথ, ঘুমাও মুজিব শান্তিতে, আমরা আছি রাজপথে।
গতকাল ১৫ আগস্ট রবিবার প্রথম প্রহরে নীলফামারীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে কার্যদিবসের সুচনা করেন, জেলা আওয়ামীলীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ।
এরপরই সদর উপজেলা, পৌর আওয়ামীলীগ, সহযোগী ও অঙ্গসংগঠন সমূহ, কৃষকলীগ, মৎস জীবী লীগ, স্বেচ্ছাসেবক লীগ বাংলাদেশ ছাত্রলীগ ও জাতীয় শ্রমিক লীগ শ্রদ্ধা নিবেদন করেন। ১৫ আগস্টের সকল শহীদের প্রতি শ্রদ্ধাভরে স্মরণে ১ মিনিট নিরবতা পালন করেন। জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সেক্রেটারি অ্যাডভোকেট মমতাজুল হক, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুজার রহমান, ওয়াদুদ রহমান, পৌর সভাপতি মোশফেকুল ইসলাম রিন্টু, আরিফ হোসেন মুন, জেলা আওয়ামী লীগের কোষাধক্ষ্য মিজানুর রহমান, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল ইসলাম কামরুল, দীপক চন্দ্র চক্রবর্তী, উপজেলা চেয়ারম্যান সাহিদ মাহমুদ, সেইফ ফাউন্ডেশনের পরিচালক রাসেল আমিন স্বপন, ছাত্রলীগের সভাপতি, মনিরুল হাসান শাহ আপেল, সেক্রেটারি মাসুদ সরকার প্রমুখ।
এদিকে নীলফামারীর বিভিন্ন এনজিও এবং কলেজ গুলো আলাদা ভাবে শোক দিবস পালন করেন। নীলফামারী সদর উপজেলার, মশিউর রহমান কলেজ,পুলিশ লাইন স্কুল এন্ড কলেজ, রামনগর ইউনিয়নের চাঁদের হাট ডিগ্রি কলেজ, চাদের হাট বালিকা উচ্চবিদ্যালয়, এনজিও রিলেশন, ছমির উদ্দিন স্কুল এন্ড কলেজ।
চাঁদের হাট স্কুল এন্ড কলেজের শিক্ষক এবং কর্মচারীদের আয়োজনে মিলাদ মাহফিল এবং দুস্থ দের মাঝে চাউল ডাল খাদ্য বিতরণ করেছে। কলেজের প্রিন্সিপাল মোঃ সহিদুল ইসলামের সভাপতিত্বে এবং সহকারী অধ্যাপক আবুল কালাম আজাদের পরিচালনায় বক্তব্য রাখেন কলেজের প্রভাষক হিসাব বিজ্ঞান আনোয়ার হোসেন, দর্শন বিভাগের ওয়ালিউর রহমান, সহকর্মী অধ্যাপক মাসুদ হাসান।
অপরদিকে নীলফামারী জেলা পরিষদের উদ্যোগে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা নিবেদন, কালোব্যাজ ধারন, কোরআনখানি, দোয়া মাহফিল ও
দুঃস্থদের মাঝে খাদ্য বিতরণ করেন জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন।
Leave a Reply