নীলফামারীতে শুল্ক সংক্রান্ত সহায়তা বিষয়ে সেমিনার
নুরল আমিন বিশেষ প্রতিনিধি নীলফামারীঃ
নীলফামারীতে দেশীয় শিল্পের স্বার্থ সংরক্ষণে বাংলাদেশ ট্রেড এ্যান্ড ট্যারিফ কমিশনের ভূমিকা এবং শুল্ক সংক্রান্ত সহায়তা বিষয়ে মতবিনিময় ও সচেতনতা বৃদ্ধিমূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৯জানুয়ারী) সকালে বাংলাদেশ ট্রেড এ্যান্ড ট্যারিফ কমিশনের আয়োজনে ও নীলফামারী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহযোগিতায় চেম্বার ভবনে এই সেমিনার অনুষ্ঠিত হয়। এতে নীলফামারী চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ড্রাস্ট্রির সভাপতি মোঃ মারুফ জামান (কোয়েল) এর সভাপতিত্বে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ট্রেড এ্যান্ড ট্যারিফ কমিশনের সচিব চেয়ারম্যান মুনশী শাহাবুদ্দীন আহমেদ।
ভিডিও কনফারেন্সে বিশেষ অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার মোঃ আব্দুল ওয়াহাব ভূঞা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ হাফিজুর রহমান চৌধুরী, রংপুর বিভাগীয় কাস্টমস এক্সাইজ ও ভ্যাট সার্কেলের কমিশনার শওকত আলী সাদী।
এছাড়া উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাহারুল ইসলাম, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (এনডিসি, ট্রেজারী) জাহাঙ্গীর হোসাইন।
সেমিনারে স্বাগত বক্তব্য প্রদান করেন নীলফামারী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি মোঃ ফরহানুল হক।
এতে সঞ্চালকের দায়িত্ব পালন করেন বাংলাদেশ ট্রেড এ্যান্ড ট্যারিফ কমিশনের সদস্য (বানিজ্য নীতি) শাহ মোঃ আবু রায়হান আলবেরুনী।
সেমিনারে বাংলাদেশ ট্রেড এ্যান্ড ট্যারিফ কমিশনের কার্যক্রম সম্পর্কে নানা বিষয়ে তুলে ধরেন সহকারী প্রধান মোঃ মাহমুদুল হাসান।