নীলফামারীর ডোমারে ভলিবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
মোঃ সাহিদুল ইসলাম (নীলফামারী) উপজেলা প্রতিনিধিঃ
নীলফামারীর ডোমারে ভলিবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১০ জানুয়ারী) বিকেল ০৩ টায় ০১ মিনিটে বন্ধু সংঘ আয়োজিত ডোমার হাইস্কুল মাঠে ভলিবল টুর্নামেন্টের তৃতীয় তম ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে। খেলায় ডোমার ভলিবল একাদশ বনাম ট্যাংগনমারী ভলিবল একাদশ (নীলফামারী) অংশ গ্রহণ করেন। ডোমার ভলিবল একাদশকে ট্যাংগনমারী (নীলফামারী) ভলিবল একাদশ জয়লাভ করেন। বন্ধু সংঘ মোট আট দলের ভলিবল টুর্নামেন্টের আয়োজন করেছে।
এ সময়, উক্ত ভলিবল টুর্নামেন্টে সভাপতিত্ব করেন, আসাদুজ্জামান হিল্লোল (সভাপতি রিপোর্টাস ইউনিট,ডোমার), প্রধান অথিতি মোছাঃ রুবায়দা বেগম (মহিলা কাউন্সিলর পদ প্রার্থী), বিশেষ অতিথি মশিয়ার রহমান সহ খেলা পরিচালনা কমিটি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।