সাজিদুল করিম, নাটোর জেলা প্রতিনিধিঃ
নাটোর শহরের চকরামপুরের সুনামধন্য ইসলামিয়া হোটেল (পচুর হোটেল) সত্বাধিকারী শরিফুল ইসলাম পচু (৬৫) এবং তার সহোদর ভাই বাবলু ইসলাম (৭০) আর নেই। (ইন্নালিল্লাহে….. রাজেউন)
আজ শুক্রবার রাত ৩ টায় করোনা আক্রান্ত হয়ে
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শরিফুল ইসলাম পচু মারা যায়। এ খবর শুনে ভোর ৬ টায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যায় সহোদর বড় ভাই বাবলু ইসলাম। তাদের আরেক ভাই জাঙ্গাঙ্গীর আলম করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউ তে চিকিৎসাধীন রয়েছেন।
সহোদর দুই ভাইয়ের মৃত্যুতে শহরের বলারীপাড়া এলাকায় শোকের ছায়া নেমে আসে।
শরিফুল ইসলাম পচু মৃত্যুকালে স্ত্রী,তিন ছেলে, চার মেয়ে, নাতি- নাতনী আত্মীয় স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
দুই ভাইয়ের জানাযার নামাজ আজ শুক্রবার বাদ জুম্মা নাটোর পুরাতন বাস টার্মিনাল পৌর জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে।
Leave a Reply