মোঃ আশিকুর রহমান তুষার, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে গত ১৭মার্চ জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্ম বার্ষিকী ও শিশু দিবস উদযাপন উপলক্ষে আনন্দ র্যালীতে স্থানীয় এমপি আসম ফিরোজ সমর্থিতদের হামলায় বাউফল উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মোতালেব হাওলাদারকে কুপিয়ে আহত করায় উপজেলা আওয়ামী ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে ‘প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশ’ অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১টায় উপজেলার পাবলিক মাঠে ওই সভা অনুষ্ঠিত হয়।
জসিম উদ্দিন ফরাজির সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়াম্যান মোতালেব হাওলাদার, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বাউফল পৌরসভার মেয়র মো. জিয়াউল হক জুয়েল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এভিআর গ্রুপের চেয়াম্যান ও বীর উত্তম গ্রুপ ক্যাপ্টেন সামসুল আলম তালুকদারের পুত্র মো. হাসিব আলম তালুকদার।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা তালুকদার মো জাহাঙ্গীর, বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাবেক সদস্য এসএম ইউসুফ, জেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. জাহাঙ্গীর উল্লাহ, বগা ইউনিয়ন আওয়ামীলীগের চেয়ারম্যান ও জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মাহামুদ হাসান হাওলাদার, মদনপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. গোলাম মস্তফা, দাসপাড়া ইউনিয়নের চেয়ারম্যান এ এন এম জাহাঙ্গীর হোসেন, নাজিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম মহসীন, বাউফল সদর ইউপি জেয়ারম্যান জাহিদুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাইদুর রহমান হাসান, সাধারণ সম্পাদক মাহামুদ রাহাত জামশেদ প্রমুখ। এছারাও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত হয়ে প্রতিবাদ জানান।
সভায় বক্তারা সংসদ সদস্য আসম ফিরোজের উপস্থিতিতে দলীয় সাধারণ সম্পদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতালেব হাওলাদারের উপর হামলার ঘটনায় সাংসদকে দায়ি করে বাউফল উপজেলায় তাকে অবাঞ্চিত ঘোষণা করা হয়।