1. [email protected] : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. [email protected] : Hasan :
  3. [email protected] : dev : dev
পটুয়াখালী জেলার বাউফল থানাধীন বগা বাজার এলাকা হতে ১১ বছর ধরে পলাতক হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার। - dainikbijoyerbani.com
রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৩:১২ অপরাহ্ন
ad

পটুয়াখালী জেলার বাউফল থানাধীন বগা বাজার এলাকা হতে ১১ বছর ধরে পলাতক হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার।

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩
  • ৭৩ Time View

– পটুয়াখালী জেলার বাউফল থানাধীন বগা বাজার এলাকা হতে ১১ বছর ধরে পলাতক হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার।

পটুয়াখালী প্রতিনিধি 

র‌্যাব-৮, সিপিসি-১ (পটুয়াখালী ক্যাম্প) এর একটি বিশেষ আভিযানিক দল ২৮/০৪/২০২৩ইং তারিখে পটুয়াখালী জেলার বাউফল থানা এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালে আনুমানিক ১২:০০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, পটুয়াখালী জেলার বাউফল থানাধীন বগা বাজার এলাকায় (বরগুনা জেলার বেতাগী থানার জিআর-৮০/১০, ধারা-৩০২/২০১/৩৪ দঃ বিঃ) এর ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী অবস্থান করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে র‌্যাবের আভিযানিক দল কোম্পানী অধিনায়ক সিনিয়র সহকারী পুলিশ সুপার জনাব তুহিন রেজা এর নেতৃত্বে আনুমানিক ১২:২০ ঘটিকায় উক্ত স্থানে উপস্থিত হলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টাকালে ঘেরাও পূর্বক ০১ জন ব্যক্তিকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে তার নাম মোঃ নিজাম ঘরামী(৩২), পিতা-মৃত ইউসুফ আলী ঘরামী, সাং-উত্তর করুনা, থানা-বেতাগী, জেলা-বরগুনা বলে জানায়। গ্রেফতারকৃত আসামী স্বীকার করে যে, সে বরগুনা জেলার বেতাগী থানার (জিআর-৮০/১০, ধারা-৩০২/২০১/৩৪ দঃ বিঃ) হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী।
ঘটনাসূত্রে জানা যায়, নিহত ব্যক্তি ছিল আসামীর আপন চাচাত ভাই। দীর্ঘদিন যাবত বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে থাকা বিবাদের জের ধরে আসামী ও তার সহযোগীরা মিলে তাকে হত্যা করে। পরে নিহতের স্বজনরা বেতাগী থানায় মোঃ নিজাম ঘরামীর বিরুদ্ধে একটি মামলা দায়ের করে। দীর্ঘ ১১ বছর পলাতক থাকার পর অদ্য ২৮/০৪/২০২৩ইং তারিখে র‌্যাব-৮, সিপিসি-১ এর একটি আভিযানিক দল তাকে আটক করে। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীকে বরগুনা জেলার বেতাগী থানায় (জিআর-৮০/১০, ধারা-৩০২/২০১/৩৪ দঃ বিঃ) মূলে হস্তান্তর করা হয়।

 

 

স্বাক্ষরিত/-
(তুহিন রেজা)
সিনিয়র সহকারী পুলিশ সুপার
কোম্পানী অধিনায়ক
র‌্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি