রিপোর্টার:ছিদ্দিকুর রহমান রিজন।"এসো সকল নতুন কুঁড়ি
নিরাপদ শহর গড়ি"
বৃহস্পতিবার অদ্য ১২ঃ০০ ঘটিকায়(০৫ নভেম্বর ২০২০ পটুয়াখালী জেলার একঝাঁক অমিত সম্ভাবনাময় ছাত্র-ছাত্রীবৃন্দ পুলিশ সুপার পটুয়াখালীর সহিত মতবিনিময় করেন। তারা পটুয়াখালী জেলার স্টুডেন্ট পুলিশিং ফোরামের গর্বিত সদস্য। জেলা পুলিশ পটুয়াখালীর সার্বিক কর্মকান্ডে তারা অকুণ্ঠ সহযাত্রী। ইভটিজিং, বাল্যবিবাহ সহ বিভিন্ন বিষয়ে তাদের সোচ্চার প্রতিবাদ অতিপ্রশংসনীয়। পটুয়াখালী সরকারি মহিলা কলেজ, সরকারি বালিকা কলেজ,পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের তারা একেকজন মেধাবী শিক্ষার্থী।
পুলিশ সুপার জনাব মোহাম্মদ মইনুল হাসান পিপিএম তাদের উদ্দেশ্যে সচেতনতা ও দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, নারী নির্যাতন ও ধর্ষণ বন্ধে সমাজের সকল স্তরের মধ্যে গণজাগরণ ও সচেতনতার প্রতি পুলিশ সুপার উদাত্ত আহ্বান জানান। ছাত্ররাই আগামী দিনের ভবিষ্যৎ বিধায় সামাজিক কার্যকলাপের পাশাপাশি ভালোভাবে অধ্যয়ন শেষে তারা যাতে দেশ গড়ার মহান ব্রতে লিপ্ত হতে পারে সেজন্য তাদেরকে মোটিভেশনাল পরামর্শ প্রদান করা হয়।
পরিশেষে কোভিড-১৯ এর দ্বিতীয় তরঙ্গ মোকাবেলার লক্ষ্যে তাদেরকে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান করা হয়।