পটুয়াখালী জেলা বিশেষ প্রতিনিধিঃ পটুয়াখালী থানার সাবেক এএসআই ওয়াসিম এর ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) বদলীর আদেশ হওয়ায় পটুয়াখালী জেলার সাধারন জনগনসহ অসহায় ও নিপীড়িত লোক পুলিশ প্রধানের কাছে তাহার বদলী বাতিল করে পটুয়াখালী থানায় চেয়ে মানববন্ধন করেন।
মঙ্গলবার ২ নভেম্বর সকাল ১০ টার দিকে পটুয়াখালী প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অংশ নেন হতদরিদ্র ও অসহায় মানুষরা।
এসময় দরিদ্র মানুষেরা বলেন, মহামারী করোনার মধ্যে অসহায় ও হতদরিদ্রে দিন আনে দিন খায় এমন মানুষের পাশে দাঁড়িয়েছিলেন মানবিক পুলিশ সদস্য এএসআই ওয়াসিম, এমন কি নিজের বেতনের টাকা দিয়ে সাহায্য সহযোগিতা করতেন পটুয়াখালী খেটে খাওয়া অসচ্ছল মানুষদের।
মানববন্ধনে উপস্থিত লোকজনদের কাছ থেকে জানা যায় এএসআই ওয়াসিম পটুয়াখালী থানায় যে কোন শ্রেনীর লোক আসলে তাদেরকে আইনি ভাবে সঠিক ও সুন্দরভাবে সমাধান করে দিতেন। অভাবী ও দুস্থঃ লোকদের তিনি সাহায্য করতেন। যাতে করে সবার কাছে মানবিক পুলিশ অফিসার হিসেবে পরিচিত লাভ করে, বর্তমানে অনেক পুলিশকে নিয়ে খারাপ মন্তব্য করলেও এএসআই ওয়াসিম সাধারন মানুষের কাছে গ্রহনযোগ্যতা পেয়েছে অনেক বেশি তার এই কর্মকান্ড দেখে সবাই মুগ্ধ হয়ে পুনরায় পটুয়াখালী সদর থানায় তাকে আনার দাবি জানান।