শেখ খায়রুল ইসলাম, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি :
পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয় ও পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ১৪ জন সহকারী শিক্ষক সিনিয়র শিক্ষক হিসেবে পদোন্নতি হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ (সরকারি মাধ্যমিক-১) থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী সহকারী শিক্ষক (১০ম গ্রেড, ২য় শ্রেণি) হতে সিনিয়র শিক্ষক (৯ম গ্রেড, প্রথম শ্রেণি নন- ক্যাডার) পদে পদোন্নতি প্রদান করা হয়। ৩০ জুন’র প্রজ্ঞাপনে পাইকগাছার দুটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ১৪ জন সহকারী শিক্ষককে সিনিয়র শিক্ষক পদে পদোন্নতি প্রদান করা হয়েছে। যার মধ্যে সরকারী উচ্চ বিদ্যালয়ের ৭জন ও বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭জন শিক্ষক। সরকারী উচ্চ বিদ্যালয়ের পদোন্নতি প্রাপ্ত শিক্ষকরা হলেন, মোঃ আব্দুল লতিফ শেখ, তাপস কুমার সাহা, দেবাশীষ সরদার, মোঃ রহমত আলী, মোঃ ইসমাইল হোসেন, প্রদীপ কুমার শীল ও মোঃ ইমরুল ইসলাম। অপরদিকে সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের পদোন্নতি প্রাপ্ত শিক্ষকরা হলেন রবীন্দ্রনাথ দে, মোঃ আব্দুল ওহাব, পঞ্চানন সরকার, মোঃ ফজলুল আযম, দিপংকর সরকার, মৃনাল কান্তি রায় ও প্রণব কুমার বিশ্বাস।