স্টাফ রিপোর্টার, দৈনিক বিজয়ের বাণী:
টাঙ্গাইলের সখিপুরে রবিবার (৩০ জানুয়ারি) এক অজ্ঞাত যুবক (অনুমান৪৫)এর লাশ উদ্ধার করে থানা পুলিশ।উপজেলার বহুরিয়া ইউনিয়নের কালিদাস পণ্ডিতপাড়া শফিক মেম্বারের বাড়ির পাশে পরিত্যাক্ত ঘরের পেছন থেকে সখিপুর থানা পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়ে দেয়।
থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, অজ্ঞাতনামা ওই লোকটি বেশ কিছুদিন ধরেই পাগলের বেশে এলাকায় ঘরে বেড়াতো। কারো সঙ্গে কোন কথা বলত না কেউ কিছু দিতে চাইলেও নিত না সব সময় আপন খেয়ালে চলাফেরা করতো।
এ বিষয়ে জানতে চাইলে সখিপুর থানার উপ-পরিদর্শক এসআই মনিরুজ্জামান বলেন, লাশের ময়নাতদন্ত শেষে কোনো পরিচয় না পাওয়ায় টাঙ্গাইল আঞ্জুমান মফিদুল কবরস্থানে লাশ দাফন করা হয়েছে। এছাড়া তার নমুনা সংগ্রহ করে ডিএনএ পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তবে কেউ মৃত ব্যক্তির কোনো পরিচয় জানলে বা কোনো সন্ধান প্রার্থী পাওয়া গেলে তাকে সখিপুর থানায় যোগাযোগ করতে অনুরোধ করছি।