মোঃ সোহেল রানা ( বরগুনা )
বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন উপলক্ষে বরগুনা জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে জেলা পর্যায়ে এ্যাডভোকসী সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বৃহস্পতিবার বেলা ১২ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষের আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ফয়সাল আহমেদ। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচাক মোঃ নকিবুল হাসান এর সভাপতিত্বে জেলা পর্যায়ে এ্যাডভোকসী সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বেতাগী উপজেলা চেয়ারম্যান মোঃ মাকসুদুর রহমান ফোরকান। এ সময়ে উপস্থিত ছিলেন বেতাগী সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ হুমায়ূন কবির খলিফা, বেতাগী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন, মেডিকেল অফিসার মোঃ হিমেল হোসেন ও বেতাগী নাগরিক ফোরামের সভাপতি লায়ন মোঃ শামীম সিককদারসহ আরো অনেকে। পরে পরিবার পরিকল্পনা কার্যক্রমে বিশেষ অবদানের জন্য বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। জেলা পর্যায়ের ৭টি পুরস্কারের মধ্যে ৫টি পুরস্কার পেয়েছে বেতাগী উপজেলা। বেতাগী উপজেলার পুরস্কার প্রাপ্তরা হলেন শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান বেতাগী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মাকসুদুর রহমান ফোরকান, শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বেতাগী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির খলিফা, শ্রেষ্ঠ পরিবার কল্যাণ পরিদর্শক বেতাগী সদর ইউনিয়নের পরিবার কল্যাণ পরিদর্শক মোঃ সাইদুর রহমান মামুন, শ্রেষ্ঠ পরিবার কল্যাণ পরিদর্শিকা বেতাগী সদর ইউনিয়নের পরিবার কল্যাণ পরিদর্শিকা মোসাঃ শারমিন ও শ্রেষ্ঠ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রের পক্ষে মোকামিয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রের পরিবার কল্যান পরিদর্শিকা নুরুন্নাহার। বেতাগী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন বলেন, পুরস্কার পাওয়ার কর্মীদের মাঝে কাজের আগ্রহ আরও বৃদ্ধি পাবে। পুরস্কার প্রাপ্ত কর্মীরা আর আন্তরিকতার সাথে কাজ করবেন বলে আমি মনে করি। অর্জন হয়েছে বলে পুরস্কার প্রাপ্ত অভিমত ব্যক্ত করেন।
Leave a Reply