পর্যটন কেন্দ্র কুয়াকাটা খুলে দেয়ার দাবিতে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি।
স্টাফ রিপোর্টার।।
পর্যটন কেন্দ্র কুয়াকাটা খুলে দেয়ার দাবিতে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করেছেন ট্যুর অপারেটর এ্যাসোসিয়েশনের কুয়াকাটা টোয়াক’র সদস্যরা। বুধবার বেলা বারোটায় উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে তারা এ স্মারক লিপি প্রদান করেছেন। স্মারকলিপিতে টোয়াক সদস্যরা উল্লেখ করেন, বর্তমানে কুয়াকাটা পর্যটনের সাথে সরাসরি সম্পৃক্ত ১৮ টি পেশার প্রায় ৫ হাজার লোকের রোজগার পুরোপুরি বন্ধ থাকায় প্রতিটি পরিবারের দিন কাটছে অনেক কষ্টে। তাই স্বাস্থ্যবিধি মেনে তারা পর্যটন কেন্দ্র কুয়াকাটা খুলে দেয়ার দাবি জানান।
এসময় উপস্থিত ছিলেন টোয়াকের সভাপতি রুমান ইমতিয়া তুষার, কলাপাড়া রিােপর্টার্স ইউনিটির সভাপতি জাহিদ রিপন ও কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সভাপতি বুলেট আকনসহ টোয়াকের সদস্যরা।
উল্লেখ্য গত পহেলা এপ্রিল থেকে করোনা ভাইরাসের সংক্রম রোধে কুয়াকাটায় পর্যটক ভ্রমনে নিষেধাজ্ঞা জারি করে সরকার। এর পর থেকে কুয়াকাটায় পর্যটক আগমনসহ সকল হোটেল মোটেল বন্ধ রয়েছে।
সৈয়দ মোঃ রাসেল
০২-০৬-২০২১