পর্যাপ্ত মৎস উৎপাদনের লক্ষ্যে নানিয়ারচরে রেণু অবমুক্তকরণ
।।মাহাদী বিন সুলতান।।
নানিয়ারচর উপজেলায় পর্যাপ্ত মৎস্য উৎপাদনের লক্ষ্যে রাজস্ব খাতের আওতায় উপজেলা মৎস্য অফিস কর্তৃক রেণু অবমুক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯শে এপ্রিল) সকাল ১১টায় ২নং নানিয়ারচর ইউনিয়নের বেতছড়ি জেনারেল ওসমানী উচ্চ বিদ্যালয় সংলগ্ন সমরেশ চাকমার মৎস বাঁধে দেড় কেজি রুই, কাতলা, মৃগেল, কালবাউশ রেণু অবমুক্ত করেন পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের মৎস সম্পদ উন্নয়ন প্রকল্প পরিচালক মোঃ ইয়াসিন।
এসময় উপজেলা নির্বাহী অফিসার শিউলি রহমান তিন্নী’র সভাপতিত্বে অন্যান্যদের মাঝে জেলা মৎস অফিসার শ্রীবাস চন্দ্র চন্দ, উপজেলা মৎস অফিসার তোফাজ্জল হোসেন ফাহিম, বেতছড়ি জেনারেল ওসমানী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনিল কুমার খীসা, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নানিয়ারচরে কাপ্তাই লেক ও চেঙ্গী নদীতে চাহিদা অনুযায়ী মৎস উৎপাদনের লক্ষ্যে বেতছড়িতে পাহাড়ি মৎস বাঁধে ০.৫০ হেক্টর জমিতে রেণু অবমুক্ত করা হয়েছে। পরবর্তিতে ফিংগার সাইজ হলে বিল, নদী ও লেকে পোনা অবমুক্ত করা হবে।
Leave a Reply