পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদে জন্ম সনদের অতিরিক্ত ফি নিয়ে দুর্নীতির অভিযোগ।
সিলেট ব্যুরোঃ
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ২ নং পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদে জন্ম সনদের অতিরিক্ত ফি নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে। ইউনিয়ন পরিষদের কর্তৃপক্ষ সরকারের নির্ধারিত ফি উপেক্ষা করে নিজেদের চাহিদামতো জন্ম সনদের নিবন্ধন, সংশোধন ইত্যাদির জন্য অতিরিক্ত ফি আদায় করে এলাকার মানুষজনকে চরম ভোগান্তির মধ্যে ফেলে দিয়েছেন। এতেকরে এলাকার সচেতন শিক্ষার্থী সহ বিভিন্ন মহলে ক্ষোভের সঞ্চার হয়েছে। ইউনিয়ন পরিষদের এহেন কর্মকাণ্ডে চরম ভোগান্তির শিকার হয়ে মিঃ মামুনসহ একাধিক স্কুলের শিক্ষার্থীরা সামাজিক মাধ্যম ফেসবুকে দুর্নীতির প্রতিচ্ছবি তুলে ধরে লিখেন।
প্রিয় ২ নং পশ্চিম জাফলং ইউনিয়নের ভাইয়েরা অত্যান্ত দুঃখের সাথে জানাচ্ছি যে আমাদের ইউনিয়নের প্রতিটি স্কুল - কলেজে ডিজিটাল জন্ম নিবন্ধন কার্ড জামা দেওয়ার তাগিদ করেছে স্কুল কতৃপক্ষ। যেহেতু এখানে ডিজিটাল নিবন্ধন কার্ড করা বাধ্যতামূলক তাই দশ জনের মতো আমিও কার্ডটি আনতে যাই, লম্বা লাইন ১০ থেকে লাইনেই ছিলাম ভাগ্য ক্রমে ৩ টার দিকে আমার সিরিয়াল আসলো আমি আমার পুরাত নিবন্ধন কার্ডটি জমাদেই, সার্বিসে যে ভাই ছিল সে আমাকে অনলাইনে সার্চ মেরে জানায় আমার নিবন্ধন নাকি অনলাইনে নাই, এ বিষয় নিয়ে আমি বেশ কয়েক দিন যাবৎ দৌড়া-দৌড়ি করি এখন ও সমাধান হয়নি, হবে কী না তা ও জানি না, যাক আমার বিষয় আর না বললাম,, কিন্তু তাদের একটা বিষয় লক্ষ করলাম, তারা নিবন্ধন কার্ড আন্তে ফ্রি নিচ্ছে ২০০/ টাকা!!! আমার এক প্রতিবেশী ও অন্য ইউনিয়ন অফিসে কাজ করে তাদের এখানে ফ্রি মাত্র ৫০ টাকা, ব্যবধান সম্পর্কে জানতে চাইলে তিনি আমাকে অফিয়াল হিসাব বুঝিয়েদেন, এবং বাংলাদেশের একটি নিবন্ধন ফ্রি চ্যাট চ্যাটটি পড়ে জানতে পারলাম আমাদের ১৫০ টা অতিরিক্ত নিয়ে নিচ্ছে ইউনিয়ন কর্মচারী,এই হারে তারা দৈনিক যদি ১০০০ নিবন্ধন কার্ড ডেলিভারি দেয় তাহল একদিনে তাদের অতিরিক্ত ইনকাম হয় প্রায় ১,৫০,০০০ টাকা, আর এই টাকাগুলো ইনকাম করতে শরীলের ঘাম যরাচ্ছে কামলারা,আর ইউনিয়ন অফিসে বসে টাকাগুলো লুটে খাচ্ছে আমলারা, চলেন আমরা যদি সবাই মিলে আন্দোলন করি।