শেখ খায়রুল ইসলাম পাইকগাছা খুলনা প্রতিনিধিঃ
"বঙ্গবন্ধুর স্বপ্ন ধরে, আনবো হাসি সবার ঘরে" শ্লোগান কে বুকে ধারণ করে ১৭ মার্চ স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০৪ তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস ২০২৩ উদযাপন উপলক্ষ্যে পাইকগাছায় উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধু'র প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন,আলোচনা সভা, কেককাটা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ৯ টায় উপজেলা পরিষদ চত্বরে "বঙ্গবন্ধু স্বাধীনতা ও একুশে মঞ্চে" ও মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করা হয়।পরবর্তীতে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন এর সভাপতিত্বে দিবস টির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা,কেককাটা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার ইকবাল মন্টু। উপস্থিত ছিলেন,পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, অধ্যক্ষ সমরেশ রায়,ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী,ডি সার্কেল মোঃ সাইফুল ইসলাম,ওসি মোঃ ওবাইদুর রহমান,বীর মুক্তিযোদ্ধা রনজিৎ কুমার সরকার,উপধ্যক্ষ মিহির বরণ মন্ডল,
প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. বিষ্ণুপদ বিশ্বাস,ডিজিএম মোঃ ছিদ্দিকুর রহমান,উপজেলা প্রকৌশলী মো. শাফিন শোয়েব,প্রাণি সম্পদ কর্মকর্তা বিষ্ণুপদ বিশ্বাস,সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক,শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা,কৃষি কর্মকর্তা কৃষিবিদ অসীম কুমার দাশ, সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস,সহকারী প্রোগ্রামার মৃদুল কান্তি দাশ,সমবায় কর্মকর্তা হুমায়ূন কবির, পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা বিপ্লব কান্তি বৈদ্য,পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন,মহিলা অফিসার রেশমা আক্তার,বন কর্মকর্তা প্রেমানন্দ রায়,পিআইও ইমরুল কায়েস,মাধ্যমিক অফিসার শেখ শাহজাহান আলী,ঈমান উদ্দীন,জয়ন্ত ঘোষ,হাসিবুর রহমান,মোছাঃ মৌলুদা খাতুন,মোঃ জাকারিয়া,প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ দে,মিলি জিয়াসমিন, সেলিনা আক্তার সহ সাংবাদিক, বীরমুক্তিযোদ্ধা,শিক্ষক,প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।অপরদিকে,উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আনোয়ার ইকবাল মন্টু'র সভাপতিত্বে উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন,এমপি মোঃ রশীদুজ্জামান। বক্তৃতা করেন,জেলা সদস্য আনিসুর রহমান মুক্ত,উপজেলা সহ সভাপতি সমীরণ সাধু,সেক্রেটারি শেখ কমরুল ইসলাম টিপু, যুগ্ম-সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস,পৌরমেয়র সেলিম জাহাঙ্গীর, খায়রুল ইসলাম প্রমুখ। অপরদিকে
পৌরসভায় দিবস টির তাৎপর্য তুলে ধরে পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর এর সভাপতিত্বে উপরোক্ত কর্মসূচি পালন করা হয়। উপস্থিত ছিলেন,প্যানেল মেয়র শেখ মাহবুবর রহমান রঞ্জু, তৈয়েবুর রহমান ও কবিতা রানী দাশ,
পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ লালু সরদার,মৃনাল সানা,উত্তম ঘোষ সহ পৌর কর্মচারী বৃন্দ। অন্যদিকে, দেলুটিতে ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল ও লস্কর ইউপি চেয়ারম্যান কেএম আরিফুজ্জামান এর সভাপতিত্বে সকল ইউপি সদস্য, পরিষদ বর্গ ও দলীয় নেতাকর্মীদের নিয়ে দিবস টি উদযাপন করা হয়।