শেখ খায়রুল ইসলাম পাইকগাছা খুলনা প্রতিনিধি :-
দীর্ঘদিন ধরে বন্ধ থাকার পর পুনরায় চালু হল হাউলী —প্রতাপকাটি বাসীর জন্য সুপেয় বিশুদ্ধ পানির ফিল্টারটি পুনঃসংস্কারের মাধ্যমে সুপেয় বিশুদ্ধ পানির সু ব্যবস্থা করে দিলেন কপিলমুনি ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান মোঃ কওছার আলী জোয়ার্দ্দার ৷দীর্ঘদিন বিশুদ্ধ পানির সমস্যায় জর্জরিত ছিলেন হাউলী প্রতাপকাটি প্রায় ৫ হাজার জনগণ ৷এমতাবস্থায় এ সমস্যা সমাধানের জন্য মোঃ কওছার আলী জোয়ার্দ্দার ও ইউ,পি সদস্য ইউনুছ আলী মোড়লকে অবহিত করলে তারা এ সমস্যা সমস্যা উত্তরণের জন্য আশ্বাস দেন এবং সে মোতাবেক জরাজীর্ণ ,অপরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা পুকুরটি পুনরায় খনন করে পানির ফিল্টার স্থাপন করেন এবং হাউলী থেকে প্রতাপকাটি আবদুল্লাহ গাজীর বাড়ি পযন্ত পাইপ লাইনের মাধ্যমে পানির সরবরহের ব্যবস্থা করেন ৷সেই থেকে এলাকাবাসী সুপেয় বিশুদ্ধ পানি পান করতে থাকে ৷কিন্তু প্রায় এক বছর পূর্বে পানির ফিল্টারটি অকেজো হয়ে পড়ে এবং আবারও এলাকাবাসী সুপেয় বিশুদ্ধ পানির তীব্র সংকটে ভুগতে থাকে ৷বিষয়টি ইউপি চেয়ারম্যান মোঃ কওছার আলী জোয়ার্দ্দার কে জানালে তিনি পুনঃসংস্কার করার আশ্বাস দেন ৷তারই প্রেক্ষিতে ফিল্টারটি পুনঃসংস্কার করে তিনি আবার ও এলাকাবাসীর জন্য সুপেয় বিশুদ্ধ পানির ব্যবস্থা করেন ৷বুধবার সকালে তিনি পুনঃসংস্কারকৃত ফিল্টারটি পুনরায় উদ্ধোধন করেন ৷এ সময় উপস্থিত ছিলেন কপিলমুনি ইউনিয়ন পরিষদ এর প্যানেল চেয়ারম্যান ও ৫ নং ওয়ার্ড ইউ,পি সদস্য মোঃ ইউনুছ আলী মোড়ল ,নিমাই মাষ্টার ,যুবলীগ নেতা কামাল হোসেন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ৷এদিকে ফিল্টারটি পুনঁঃসংস্কার করার ইউপি চেয়ারম্যান মোঃ কওছার আলী জোয়ার্দ্দার ও প্যানেল চেয়ারম্যান মোঃ ইউনুছ আলী মোড়লের প্রতি এলাকাবাসী কৃতজ্ঞতা জ্ঞাপন করার পাশাপাশি অভিনন্দন ও ধন্যবাদ জ্ঞাপন করেন ৷
কওছার আলী জোয়ার্দ্দার বলেন ,উক্ত ফিল্টারটি পুনঃসংস্কার এর ফলে একদিকে যেমন সুপেয় বিশুদ্ধ পানি পান করতে পারবে এলাকাবাসী অন্যদিকে পানি সংকট নিরসন হবে বলে জানিয়েছেন তিনি৷
Leave a Reply