পাইকগাছার কপিলমুনি থেকে ওয়ারেন্ট ভুক্ত আসামী গ্রেফতার
শেখ খায়রুল ইসলাম পাইকগাছা (খুলনা)প্রতিনিধি:-
খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনি থেকে ওয়ারেন্ট ভুক্ত আসামী মনিরুল হাজরাকে আটক করেছে কপিলমুনি ফাড়ির দারোগা এস আই আব্দুল আলীম। শুক্রবার রাতে কপিলমুনি বাজারের মাছকাটার সামনে চায়ের দোকান থেকে তাকে আটক করা হয়।
সে স্থানীয় কাশিম নগর গ্রামের মতি হাজরা পুত্র ও জি আর ৫৯৩/১১ মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামী। এ বিষয়ে দারোগা এস আই আব্দুল আলীম জানান, মনিরুল হাজরা জি আর ৫৯৩/১১ মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামী। দীর্ঘদিন সে বিভিন্ন এলাকায় আত্নগোপন করে ছিল।
গোপন সংবাদ পেয়ে আমি সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে কপিলমুনি বাজারের মণিসিং বাড়ি সংলগ্ন নতুন মাছ কাটার সামনে চায়ের দোকান থেকে তাকে আটক করি। তাকে থানায় সোপর্দ করা হয়েছে।