পাইকগাছার গদাইপুর মার্কাজ মসজিদে ইদ-উল-ফিতরের জামাত সম্পন্ন
জেলা প্রতিনিধি (খুলনা):করোনার সংক্রমণ থেকে রক্ষা পেতে শারীরিক দূরত্ব বজায় রেখে পাইকগাছা উপজেলার গদাইপুর মার্কাজ মসজিদে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার সকাল ৮ টায় ইদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়।গত বছরের মতো এবারও করোনা ভাইরাস সংক্রমণের আশঙ্কায় উন্মুক্ত স্থানে বা মাঠে কোনো ঈদের জামাত হয়নি।
অধিকাংশ মুসল্লি মুখে মাস্ক পরে স্বাস্থ্যবিধি মেনে নামাজ আদায় করেন। মুসল্লিদের স্বাস্থ্যবিধি মানাতে মসজিদের প্রবেশ পথে মাক্স বিতরণ ও স্যানিটাইজিং করানো হয়
নামাজ শেষে সবাই কোলাকুলি করা থেকে বিরত ছিলেন।
ঈদের নামাজ শেষে করোনা মহামারি থেকে রক্ষা পেতে ও নিপীড়িত ফিলিস্তিনিদের জন্য মহান রাব্বুল আলামিনের দরবারে বিশেষ দোয়া চাওয়া হয়।
একইসঙ্গে দেশ ও জাতির শান্তি কামনা করা হয়।