শেখ খায়রুল ইসলাম পাইকগাছা খুলনা প্রতিনিধি:-
খুলনার পাইকগাছাতে ০১ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ৯.০০ থেকে পৌরসভার চারটি বিক্রয় কেন্দ্রে ডিলারের মাধ্যমে স্বল্প আয়ের মানুষের জন্য একযোগে সরকারের বিশেষ খাদ্যবান্ধব কর্মসূচি ওএমএস চালু হয়েছে।সকাল নয়টায় পৌরসভার শান্তির মোড় সংলগ্ন ডিলার বিশ্বনাথ দাশের বিক্রয় কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জনাব এম আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার সরদার আলী আহসান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হাসিবুর রহমান।পৌরসভার পাইকগাছা বাজারে ডিলার সুভাষ সরকারের বিক্রয় কেন্দ্রে উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক আলতাফ হোসেন ট্যাগ অফিসার হিসেবে উপস্থিত থেকে বিক্রয়ের উদ্বোধন করেন।এছাড়া পাইকগাছা উচ্চ বিদ্যালয় সংলগ্ন ডিলার আবু সেলিম মুসার বিক্রয় কেন্দ্রে উপ-সহকারী প্রাণিসম্পদ অফিসার কামরুল ইসলাম ট্যাগ অফিসার হিসেবে উপস্থিত থেকে বিক্রয়ের উদ্বোধন করেন।টাউন মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন ডিলার রায়হান পারভেজের কেন্দ্রে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হাসিবুর রহমান ওএমএস পন্য বিক্রয়ের উদ্বোধন করেন।ছুটির দিন ব্যতীত চার কেন্দ্রে মোট ১৬০০ ব্যক্তি প্রতিদিন এই সুবিধা পাবেন বলে উপজেলা নির্বাহী অফিসার জনাব মমতাজ বেগম জানান।