পাইকগাছায় কর্মবিরতিতে স্বাস্থ্য সহকর্মীরা
সাইদুর রহমান,খুলনা জেলা প্রতিনিধি
বেতন-বৈষম্য নিরসনের দাবিতে আজ খুলনার পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্তরে কর্ম দিবস পালন করে বাংলাদেশ হেলথ এ্যাসিস্ট্যান্ট পাইকগাছা উপজেলা শাখা।
নিয়োগবিধি সংশোধন করে বেতন বৈষম্য নিরসনের দাবিতে আজ বৃহস্পতিবার থেকে কর্মবিরতিতে সারা দেশের স্বাস্থ্য পরিদর্শক, সহকর্মী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীরা। তাদের দাবি পূরণের প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত এ কর্মবিরতি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে।
স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক স্বাস্থ্য সহকারীদের এই কর্মবিরতির কারনে আগামী ৫ ডিসেম্বর শুরু হতে যাওয়া হাম-রুবেলা ক্যাম্পেইন সহ দেশের ১লাখ ২০ হাজার আউটরিচ রুটিন টিকাদান কর্মসূচি বন্ধ থাকবে সাংবাদিকদের এমনটাই জানানো হয়েছে।
তাদের দাবি হলো, নিয়োগবিধি সংশোধসহ ক্রমানুসারে স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীদের বেতন গ্রেড ১৬তম থেকে যথাক্রমে ১১;১২ ও ১৩ তম গ্রেড উন্নীতকরণ।
সাংবাদিকদের সামনে বক্তব্য দেন,আজিজুর রহমান রাজু।এসময় উপস্থিত ছিলেন,স্বাস্থ্য সহকারী পরিষদের প্রধান সমন্বয়ক আমিনুল হক।সমন্বয়ক তুষার সরকার,সদস্য সচিব কাজল কুমার সরকার,রুহুল কুদ্দুস, এম আজিজুর,আল আমিন রেজা,কবির আহমেদ,সিরাজুল ইসলাম,নিখিল ঘোষ, চাঁদ সুলতানা প্রমুখ।
আজিজুর রহমান বলেন, ৭০–এর দশকে পরীক্ষামূলকভাবে এসব স্বাস্থ্য সহকারীদের শুধু বসন্ত ও ম্যালেরিয়া রোগ নিয়ন্ত্রণের দায়িত্ব এককভাবে দেওয়া হয়।
১৯৭৯ সালে ৭ এপ্রিল চালু করা হয় সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই)। এ কর্মসূচির আওতায় দেশের ১ লাখ ২০ হাজার আউটরিচ রুটিন টিকাদান কেন্দ্রের কর্মসূচি এককভাবে স্বাস্থ্য সহকারীদের ওপর ন্যস্ত করা হয়।
টিকাদান কর্মসূচির মাধ্যমে স্বাস্থ্য সহকারীরা বর্তমানে ১০টি মারাত্মক সংক্রমিত রোগের (শিশুদের যক্ষ্মা, পোলিও, ধনুষ্টংকার, হুপিংকাশি, ডিফথেরিয়া, হেপাটাইটিস-বি, হিমোফাইলাস ইনফুয়েঞ্জা, নিউমোনিয়া ও হামে-রুবেলা) টিকা দেন।