শেখ খায়রুল ইসলাম পাইকগাছা খুলনা প্রতিনিধি :-
পাইকগাছায় না বালিকা মেয়ে কে বিয়ে করার অপরাধে জেল জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।জানা যায়, উপজেলার হরিঢালী গ্রামের আতিয়ার রহমানের ছেলে আনারুল ইসলাম একই উপজেলার শ্যামনগর গ্রামের মোঃ আবুল হোসেন সানার অপ্রাপ্ত বয়স্ক মেয়েকে নিয়ে পালিয়ে বিয়ে করেন এবং ৪ দিন ধরে নিখোঁজ থাকেন।
খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর নির্দেশে সহকারী কমিশনার(ভূমি) শাহরিয়ার হকের নেতৃত্বে উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মোঃ আলতাফ হোসেন, আনসার কমান্ডার আবু হানিফ, ইউনিয়ন লিডার মোঃ ফয়সাল হোসেন ও ভিডিপি সদস্য আব্দুস সামাদ অভিযান চালিয়ে ছেলে ও মেয়েকে আটক করে নিয়ে আসেন।পরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেয়েটির বয়স ১৮ বছর পূর্ণ হওয়ার পূর্বেই বিবাহ সম্পন্ন করার অপরাধে ভ্রাম্যমান আদালত ছেলে আনারুল কে ৭০০০ টাকা জরিমানা করেন।