পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযানে
৩ বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার
সরদার ইউনুছ আলী,পাইকগাছা প্রতিনিধিঃ খুলনা জেলার পাইকগাছা থানা পুলিশ অভিযান চালিয়ে বন শত্রু আইনে দায়ের করা মামলায় তিন বছরের সাজাপ্রাপ্ত পালাতক তিনজন আসামী গ্রেপ্তার করে জেল হাজতে পাঠিয়েছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার ০৮নং রাড়ুলী ইউনিয়নের শ্রীকন্ঠপুর গ্রামের বক্স গাজীর ছেলে আকবার গাজী, জনাব সরদারের ছেলে মোশারফ সরদার ও মহিউদ্দীন সরদারের ছেলে আয়ুব সরদার।
মঙ্গলবার রাতে ওসির নেতৃত্বে এএসআই পলাশ রহমান সহ সঙ্গীয় ফোর্স এ জনকে গ্রেপ্তার করেন। আদালতের মাধ্যমে সাজাপ্রাপ্ত আসামীদের জেল-হাজতে প্রেরনের তথ্য দিয়ে ওসি মোঃ এজাজ শফী জানান,কয়রা থানায় এফ,সি,আর ( বন আইনে) দায়ের করা ৫৪/৮ মামলায় আদালত গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ৩ বছরের সাজা প্রদান করেন।