পাইকগাছায় মানবিক কারণে আশ্রায়হীনকে আশ্রায় দিয়ে বিপাকে পড়েছে আশ্রয়দাতা
খুলনা জেলা প্রতিনিধি :খুলনার পাইকগাছায় কপোতাক্ষের ভাঙ্গনের শিকার এক ব্যক্তিকে মানবিক কারণে আশ্রায় দিয়ে বিপাকে পড়েছে আশ্রয়দাতা। আশ্রীতা অমানবিক দুর্ব্যবহার করে বাড়িসহ রেকর্ডীয় সম্পত্তি জবরদখল করার পায়তারা করছে বলে অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগে প্রকাশ যে, উপজেলার রামনাথপুর মৌজায় ৫ বিঘা রেকর্ডীয় জমির মালিক দরগামহল গ্রামের খন্দকার কামরুল ইসলাম। তার সমস্ত জমি কপোতাক্ষ নদের ভাঙ্গনে বিলিন হয়ে যায়। পরবর্তিতে পার রামনাথপুর মৌজায় .৩০ একর জমি জেগে ওঠে। যেখানে পাকা ঘর করে বসবাস সহজমির চাষাবাদ করে আসছে কামরুল। এদিকে কপোতাক্ষ নদের ভাঙ্গনেরর শিকার স্থানীয় মৃত হরিপদ বিশ্বাসের ছেলে তপন বিশ্বাস কামরুলের কাছে আশ্রয় চায়। ঐসময়ে তপন বিশ্বাস কামরুলের সকল যায়গাজমি দেখা শুনার দায়িত্ব নেয়। এবং কামরুল মানবিক কারণে তপনের কাছে তার জমির সকল দ্বায়দায়িত্ব দিয়ে বৃদ্ধা মায়ের দেখাশুনার জন্য বাড়িতে চলে যায় । ইতিপূর্বে তপন সহ ৬৫ টি পরিবার ১ একর করে খাশ জমি বন্দোবস্ত পেয়ে ভোগ দখল করে আসছে। তপন যেখানে সে ধান ও মাছ চাষাবাদ করছে। অপরদিকে কামরুলের আশ্রয়দেয়া ঘরবাড়ি সহ জায়গা-জমি দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে তপন বিশ্বাস বলে কামরুল জানান। রামনাথপুর মৌজায় এস এ ২৮ খতিয়ানে ৫৩৯,৫৪০,৫৪২ দাগে ৫ বিঘা জমি মধ্যো হতে ৩৩ শতক জমিতে বাড়ি, ঘর, ঘের ও গাছপালা লাগানো। যা বর্তমান আশ্রিতা তপন বিশ্বাস জবর দখল করার পায়তারা করছে। নদের দক্ষিন পাশে জেগে ওঠা চরে ৬৫ টি ভূমিহীন পরিবার ঐক্যবদ্ধভাবে রেকর্ডীয় জমির মালিক কামরুলকে তাড়িয়ে বেড়াচ্ছে। অগত্য খন্দকার কামরুল উপায়ন্ত না পেয়ে আইনগত প্রতিকার পাওয়ার জন্য বিভিন্ন দপ্তরে ধর্ণা দিয়ে বেড়াচ্ছে। অভিযোগের বিষয়ে তপন বিশ্বাস জানান, আমর বন্দোবস্তকৃত জমিতে আমরা বসবাস করছি। অভিযোগটি সত্য নয়।
Leave a Reply