পাইকগাছায় রাইচ মিলের অনুমোদন না থাকায় সকল কার্যক্রম বন্ধ করে দিলেন ইউএনও
শেখ খায়রুল ইসলাম, পাইকগাছা(খুলনা) প্রতিনিধিঃ
পাইকগাছার পল্লীতে কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই রাইচ মিল স্থাপন করায় মিলের সকল কার্যক্রম বন্ধ করে দিয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে নিয়ে বৃহস্পতিবার সকালে উপজেলার সোলাদানা ইউনিয়নের ছালুবুনিয়া এলাকার শংকর ঢালীর রাইচ মিলে যান। এ সময় অনুমোদনের প্রয়োজনীয় কোন কাগজপত্র দেখাতে না পারায় শংকর ঢালীর রাইচ মিলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন সহ সকল কার্যক্রম বন্ধ করে দেন ইউএনও খালিদ হোসেন। একই সাথে তিনি নূন্যতম পরিবেশ ও খাদ্য অধিদপ্তরের অনুমোদন নেওয়ার জন্য মিল মালিক শংকরকে পরামর্শ দেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর উদয় কুমার মন্ডল ও পেশকার দীপংকর প্রসাদ মল্লিক।