পাইকগাছায় লকডাউনের নির্দেশনা অমান্য করায় ১১ ব্যক্তিকে ভ্রাম্যমান আদালতে প্রায় ৭ হাজার টাকা জরিমানা, শেখ খায়রুল ইসলামপাইকগাছা প্রতিনিধিঃ
খুলনার পাইকগাছায় লকডাউনের দ্বিতীয় দিনে নির্দেশনা অমান্য করে দোকান খোলায় ও গাড়ী চালানোর অভিযোগে ১১ জন কে ৬ হাজার ৯’শ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবিএম খালিদ হোসেন সিদ্দিকী ও সহকারী কমিশনার (ভুমি) মোঃ শাহরিয়ার হক ভ্রাম্যমান আদালতে এ জরিমানা আদায় করেন। জরিমানা আদায় করা হয়েছে, গ্যারেজ মালিক মমিনুর রহমান ১ হাজার, মহেন্দ্র চালক ওসমান আলী ১ হাজার, অটো চালক ইমরান হোসেন ১ হাজার, ইজিবাইক চালক হাবিবুর রহমান ১ হাজার, গৌতম সাধু ৫’শ, ফয়সাল আলম ৫’শ, মোস্তাফা ৫’শ, ইবাদুল ইসলাম ৫’শ, হাবিবুর ৫’শ, ইব্রাহিম ২’শ ও সামাদ গাজী ২’শ টাকা। পাইকগাছা পৌর সদরে এ আদালত পরিচালিত হয়। এসময় মাস্ক বিতরণ করা হয়েছে।