পাইকগাছায় লকডাউনে অবাধ্য হওয়ায় দুজনকে দুদিনের জেল দিয়েছে ভ্রাম্যমান আদালত
শেখ খায়রুল ইসলাম পাইকগাছা (খুলনা)প্রতিনিধি:
খুলনার পাইকগাছায় লকডাউন পালনে বাধ্য করতে উপজেলা প্রশাসন মাঠে নেমেছে। লকডাউন না মেনে দোকান খুলে রাখার দায়ে দুজনকে দু দিনের জেল দিয়েছেন ভ্রাম্যমান আদালত। লকডাউনের প্রথম দিনে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবিএম খালিদ হোসেন সিদ্দিকী সোমবার সকালে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। লকডাউন পালনে সচেতনতার পাশাপাশি বাধ্য করতে কঠোর অবস্থান নেন। এসময় তিনি পৌরসভার জিরো পয়েন্টের দোকান্দার আব্দুস সামাদ ও আব্বাস আলীকে বার বার নিষেধ করার পরও অবাধ্য হওয়ায় ২ দিনের জেল দিয়েছেন।