পাইকগাছায় শারীরিক প্রতিবন্ধী তৈয়েবুরের স্বপ্ন আগুনে পুড়ে ছাই হয়েছে নিমিষেইস
সরদার ইউনুছ আলী পাইকগাছা প্রতিনিধিঃ-—- পাইকগাছার কপিলমুনিতে সোমবার দিবাগত রাতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আর এ অগ্নিকান্ডে সর্বহ পুড়ে ছাই হয়েছে শারীরিক প্রতিবন্ধী মোঃ তৈয়বুর রহমানের স্বপ্ন। একমাত্র জীবিকার শেষ উপার্জন হারিয়ে এক প্রকার বাকরুদ্ধ হয়ে পড়েছে। ঘটনাটি ঘটেছে কপিলমুনি বাজারের উত্তর প্রান্তে অবস্থিত মাদ্রাসা মোড় সংলগ্ন নিউ কপোতাক্ষ কম্পিউটার্সের দোকানে। ঘটনার পর বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানাযায়, সোমবার দিবাগত রাত অনুমানিক ১২.১৫ মিনিটের দিকে প্রতিদিনের ন্যায় দোকান বন্ধ করে বাড়ীতে চলে যায় তৈয়বুর রহমান। এর কিছুক্ষণ পর তার মুঠোফোনে একটি রিং আসে। রিংটি রিসিভ করতেই অপরপ্রান্ত থেকে এক ব্যাক্তি তার দোকানের ভিতর থেকে সাদা আবৃত্ত ধোয়া বের হচ্ছে বলে জানান। এমন খবরের প্রেক্ষিতে ঘটনাস্থলে এসে দোকানের তালা খুলতেই অগুন লাগার বিষয়টি বুঝতে পারে সে।
এলাকাবাসীর শত চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসলেও তৎক্ষণে তৈয়বুরের জীবনে বেঁচে থাকার স্বপ্ন আগুনে পুড়ে ভস্মিভূত হয়ে যায়। ঘটনাক্রমে সে আগুনের লেলিহান শিখা থেকে রেহায় পেলেও তার স্বপ্ন ভেঙ্গে সারক্ষার হয়েছে।
তবে এব্যাপারে খবর পেয়ে উপজেলা চেয়ারম্যান, স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
উক্ত বিষয়ে জানতে চাইলে নিউ কপোতাক্ষ কম্পিউটার্স এর স্বাত্তাধিকারী মোঃ তৈয়বুর রহমান বলেন, আমার দোকানে থাকা ২ টি ডেস্কটপ কম্পিউটার, ২ টি ল্যাপটপ যার মধ্য একটি বেসরকারি সংস্থা প্রদীপনের এক কর্মকর্তার ও অন্যটি নিজের। এছাড়া ডিজিটাল ফটোকপি নিউ মেশিন, স্যামস্যাং ও তোসিবা কোম্পানীর ২ টি ক্যামেরা, প্রিন্টার মেশিন ও বিভিন্ন ব্যান্ডের ৬ টি মোবাইল ফোন ও ক্যাশ টেবিলের ড্রয়ারে থাকা নগদ প্রায় ২৫ থেকে ২৬ হাজার টাকাসহ আনুমানিক ৪ থেকে ৫ লক্ষ টাকার মালামাল একেবারে পুড়ে ছাই হয়ে গিয়েছে। যেটা আমার জীবনের শেষ সম্বল। তবে পরিশেষে তিনি নিজেকে ঘুরে দাঁড়ানোর জন্য সমাজের বিত্তবানদের সহানুভূতি কামনা করেছেন।
Leave a Reply