পাথরঘাটায় অপহরণের দুইদিন পরে ছাত্রের লাশ উদ্ধার, আটক -১
বরগুনার পাথরঘাটা থেকে মোঃ হাসিবুল ইসলাম (১৩) অপহরণ হওয়ার দুদিন পরে পাথরঘাটা থানা পুলিশ ও বরগুনা জেলা ডিবির যৌথ অভিযানে ড্রাম ভর্তি অবস্থায় লাশ উদ্ধার করে। সোমবার ( ২৩ অক্টোবর) রাত ২টার দিকে পাথরঘাটার কুবধন এলাকা থেকে এই লাশ উদ্ধার করে।
গত ২০ শে অক্টোবর পাথরঘাটা প্রেসক্লাবের সামনে থেকে বাসায় ফেরার পথে পাথরঘাটা সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসার ৮ম শ্রেণীর ছাত্র মোঃ হাসিবুল ইসলাম কে অপহরণ করা হয়।নিহত হাসিবুল পাথরঘাটা সদর ইউনিয়নের ১ নং ওয়ার্ড গহরপুর গ্রামের মোঃ শফিকুল ইসলামের ছেলে।
নিহত হাসিবুল ইসলাম এর পরিবার সূত্র থেকে জানা যায় যে, গত শুক্রবার রাত আনুমানিক ৮টার দিকে তার পিতা কর্তৃক পরিচালিত চায়ের দোকান থেকে বাসায় ফেরার পথে সে অপহৃত হয় । অনেক খোঁজাখুঁজির পরেও তাকে পাওয়া যায়নি । পরে মুঠোফোনের মাধ্যমে পরিবারের কাছে ৩ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করা হয় বিষয়টি পাথরঘাটা থানায় অবহিত করা হয় এবং একটি সাধারণ ডায়েরি করা হয় ডায়েরি নং-৯৯১।
পরে পাথরঘাটা থানা পুলিশ ও বরগুনা জেলা ডিবি তথ্য প্রযুক্তির মাধ্যমে ঘাতক আব্দুল্লাহ আল নোমানকে তার শ্বশুর বাড়ি থেকে গ্রেফতার করে এবং তার দেয়া স্বীকারোক্তি অনুযায়ী পাথরঘাটার কুবধন এলাকার জঙ্গল থেকে ড্রাম ভর্তি অবস্থায় নিহতের লাশ উদ্ধার করা হয়।
ঘাতক আব্দুল্লাহ আল নোমান জানায় সে এবং তার বন্ধু সুমন মিলে হাসিবকে অপহরণ করে এবং পাথরঘাটায় একটি বাসায় বসে হত্যা করে এবং হত্যার পরে তার শ্যালকের সহায়তায় অটো গাড়িতে করে লাশ ফেলে আসে। ঘাতক আব্দুল্লাহ আল নোমান একই এলাকার কারী মহিবুল্লার ছেলে।
পাথরঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ আলম হাওলাদার জানায়, ঘাতক আব্দুল্লাহ আল নোমান কে আটক করে পাথরঘাটা থানা হেফাজতে রাখা হয়েছে।আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে। এবং নিহত হাসিবুলের মৃত্যুর ধরন সনাক্তকরণের জন্য পোস্টমাটামে পাঠানো হয়েছে।