সালমান রুবেল
প্রতিনিধি পাথরঘাটা, বরগুনা
পাথরঘাটায় মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে শহিদুল (১১) নামে একটি শিশু সড়ক দুর্ঘটনায় মারা গেছে বলে জানা গেছে।
এ ঘটনাটি ঘটে উপজেলার নাচনাপাড়া ইউনিয়নের খগেন চেয়ারম্যান বাড়ি সংলগ্ন উত্তর পাশে সড়কে। স্থানীয় প্রত্যক্ষদর্শী ও শিশুদের পারিবারিক সূত্রে জানা গেছে, শিশু শহিদুল একটি লিফলেট আনার জন্য রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতিতে এসে একটি ভিবাটেক (ব্যাটারি চালিত অটোরিক্সা) তাকে ধাক্কা দেয়। এসময় সে মাটিতে লুটিয়ে পড়ে। সঙ্গে সঙ্গে স্থানীয়রা তাকে ধরাধরি করে ওই ভিবাটেক যোগেই পাথরঘাটা হাসপাতালে নিয়ে আসে এবং কর্তব্যরত চিকিৎসক শহিদুলকে মৃত ঘোষণা করে।
শহিদুলের বাবা হালিম ফরাজী মারা যাওয়ার পরে মা হাওয়া নূর কেরামতপুর গ্রামে তার বাবা মোতালেব মিয়ার বাড়িতে ৩ছেলেকে নিয়ে বসবাস করে আসছিলেন। মৃত শহিদুল তাদের তৃতীয় সন্তান। মা হাওয়া নূর বলেন,আমার ছেলে এবছর ৫ম শ্রেণি পাশ করেছিল। হাইস্কুলে আর ভর্তি হতে পারল না।
দুপুরে মা, ভাই,নানাসহ শহিদুল এর স্বজনের কান্নায় হাসপাতাল এর সামনে পরিবেশ ভারী হয়ে উঠছিল#