স্টাফ রিপোর্টার এমএ রহিম সিলেটঃ
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় অবস্থিত দেশের একমাত্র মিঠাপানির জলাবন রাতারগুল পিকনিক স্পট। যা ইতোমধ্যে পর্যটকদের কাছে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। তবে অতিমাত্রায় জনপ্রিয়তার খেসারত দিচ্ছে রাতারগুল। ভাগবাটোয়ারা নিয়ে হয়েছে পক্ষ-বিপক্ষ। যারা এখন মুখোমুখি। সব মিলিয়ে রাতারগুল নিয়ে শঙ্কিত পরিবেশ কর্মীরা।
পর্যটকদের কাছে ব্যাপক জনপ্রিয়তায় এরই মাঝে বন বিভাগ থেকে রাতারগুলে তিনটি ঘাট নির্ধারণের মাধ্যমে চালু হয়েছে প্রবেশ ফি।
আর এতেই তৈরি হয়েছে নতুন বিড়ম্বনা।
নিজ নিজ এলাকার ঘাটগুলোতে পর্যটক টানতে পর্যটকবাহী গাড়ির চালকদের খুশি করতে টাকা আদায় নিয়ে চলছে উত্তেজনা। উঠেছে নৌকা ঘাটে চাঁদাবাজির অভিযোগ। হচ্ছে ছোটখাটো সংঘর্ষ ফতেহপুর ও বাগবাড়ি এলাকা মিলে রাতারগুল এলাকার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এনে করেছেন সংবাদ সম্মেলন। এ সংবাদ সম্মেলনের পর রাতারগুলবাসীর পক্ষ থেকে করা হয়েছে পাল্টা সংবাদ সম্মেলন।
আর স্থানীয়দের এমন মুখোমুখি অবস্থানের কারণে বিড়ম্বনায় পড়ছেন পর্যটকরা। যেখানে প্রশ্ন উঠছে,কারা এই চাঁদাবাজ’? প্রশ্ন উঠছে কারো কারো খুঁটির জোর নিয়ে।
গত রোববার সিলেট জেলা প্রেসক্লাবে গোয়াইনঘাটের ফতেহপুর ইউনিয়নের রামনগর ও বাগবাড়ি গ্রামবাসীর উদ্যোগে সংবাদ সম্মেলনে আব্দুর রশিদ নামে এক মাঝি অভিযোগ করে বলেন,রাতারগুল ঘাটে রামনগর ও বাগবাড়ি গ্রামের ২৬ জন নৌকার উপর নির্যাতনের খড়গ চালিয়ে যাচ্ছিল রাতারগুল ও দেওয়ানেরগাঁও গ্রামের একটি চাঁদাবাজ চক্র।
তারা সরকারিভাবে নির্ধারিত নৌকার প্রতি ট্রিপ ৭৫০ টাকা হলেও নৌকার দরিদ্র মাঝিরা পান মাত্র দু’শ টাকা। বাকি ৫৫০টাকা ওই চক্র পুলিশ ও সাংবাদিক ম্যানেজের নামে নিজেরাই আত্মসাৎ করে। তাদের এসব কুকর্মের প্রতিবাদ করায় রামনগর ও বাগবাড়ির নৌকার মাঝিদের এখন আর নৌকাই চালাতে দিচ্ছে না।
অন্যদিকে ফতেহপুর ও বাগবাড়ি এলাকাবাসীর এ সংবাদ সম্মেলনের প্রতিবাদে সোমবার পাল্টা সংবাদ সম্মেলন করেছেন রাতারগুল ঘাটের মাঝিরা। তাদের দাবি,স্থানীয় ইউপি সদস্য ফখর উদ্দিনকে চাঁদা না দেওয়ায় মাঝিদের জড়িয়ে পুলিশ ও সাংবাদিকদের নামে টাকা তুলে চাঁদাবাজির অপপ্রচার করছেন। এটি একটি পরিকল্পিত ঘটনা। মূলত ফখর উদ্দিন তার ব্যক্তি স্বার্থ হাসিলের উদ্দেশ্যে এমন মিথ্যা অভিযোগ তুলেছেন বলে জানা গেছে।
সোমবার সংবাদ সম্মেলনে রাতারগুল গ্রামের মাঝি মিনহাজ উদ্দিন সাংবাদিকদের বলেন, সম্প্রতি ফখর উদ্দিন রাতারগুল ঘাটে পর্যটকবাহী নৌকা থেকে প্রতি সপ্তাহে ৪ হাজার টাকা চাঁদা দাবি করলে আমরা চাঁদা দিতে অস্বীকার করি। এরপর বাগবাড়ি ও রামনগর গ্রামে রাস্তায় রাতারগুলগামী পর্যটকবাহী গাড়ি আটকে চাঁদা আদায়ের চেষ্টা করেছিলেন ইউপি সদস্য ফখর উদ্দিন ও তার লোকজন। এ ঘটনায় আমরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাদের আসামি করে মামলা দায়ের করেছি।
তবে চাঁদা আদায়ের বিষয় নিয়ে দুই পক্ষ মুখোমুখি অবস্থান করলেও প্রশাসন বলছে ভিন্ন কথা।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পরিমল দেব বলেন,আমি এখানে নতুন এসেছি। তবে আমি যেটুকু জেনেছি তাতে এলাকার দুটি পক্ষ নিজেদের স্বার্থে যা করার করছে।এসব নিরসনে ইউএনও মহোদয় ইতোমধ্যে তাদের নিয়ে দুইবার বৈঠকও করেছেন।
আর গোয়ানঘাট পর্যটন উন্নয়ন কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিলুর রহমান বলেন,যেসব গাড়ি পর্যটক নিয়ে ঘাটে যায় ওইসব চালকদের ঘাটের মাঝিদের পক্ষ থেকে টাকা দেওয়া হয় যাতে তারা পর্যটক নিয়ে যায়।
এতে স্থানীয় দুই পক্ষ নিজেদের এলাকার ঘাটে যাতে বেশি পর্যটক যায় সে বিষয়ে চেষ্টা করছেন। এতে স্বার্থের দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে।আমরা চেষ্টা করছি নিরসনের। সেই সাথে ঘাটগুলো ইজারার ব্যাপারেও আলোচনা চলছে।
তবে যে যাই বলুক,চাঁদাবাজ কারা’এই প্রশ্ন থেকেই যাচ্ছে জনসাধারণের মুখে। সেই সাথে আহ্বান রয়েছে দেশের মিঠাপানির জলাবন রাতারগুল বাঁচাবার পর্যটন স্পট।