পীরগঞ্জে আদিবাসীদের উন্নয়নে সাংবাদিকদের সাথে মতবিনিময়
মোঃ পারভেজ হাসান
ঠাকুুরগাঁও প্রতিনিধি।
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে দলিত আদিবাসী সম্প্রদায়ের উয়ন্নয়নের লক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে ইকো সোস্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশনের আয়োজনে হেকস ইপারের সহযোগীতায় ইকোপাঠা বিদ্যালয় মাঠে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় পীরগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি জয়নাল আবেদিন বাবুল, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, সাবেক সভাপতি মেহের এলাহী, পীরগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক দেলওয়ার হোসেন দুলাল সরকার, বিষ্ণুপদ রায়, প্রবীণ সাংবাদিক আব্দুর রহমান, ইএসডিও’র প্রেমদীপ প্রকল্পের সমন্বয়ক কাজী সেরাজুস সালেকিন, প্রকল্প এডভোকেশী ম্যানেজার আমিনুল হক, ম্যানেজার ওয়ালিউর রহমান, আদিবাসীদের প্রতিনিধি মাইকেল বাস্কে, ভিমসেন মার্ডি সহ উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ বক্তব্য দেন।
এ সময় বক্তারা আদিবাদীদের সমস্যার কথা তুলে ধরে বলেন, সরকার আদিবাসীদের সব ক্ষেত্রে অগ্রাধিকার দিলেও বর্তমানে সরকারের বিভিন্ন প্রণোদনা, সহযোগীতা ও উন্নয়ন থেকে এ উপজেলার আদিবাসীরা দীর্ঘদিন ধরে বঞ্চিত রয়েছে। এমনকি তাদের নিজস্ব কবরস্থান না থাকায় মৃতদেহ পানিতে ভাসিয়ে দিচ্ছেন আদিবাসীরা। আদিবাসীদের এলাকায় যাতায়াতের রাস্তা ও ব্রীজের অবস্থা অত্যন্ত খারাপ হওয়ায় প্রতিনিয়ত দূর্ভোগ পোহাতে হচ্ছে তাদের। দলিত সম্প্রসায়ের আদিবাসীদের দুর্ঘোব লাঘবে সংশ্লিষ্টদের সহযোগীতা কামনা করেন বক্তারা।
Leave a Reply