মোঃ পারভেজ হাসান
ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁও জেলা পীরগঞ্জ উপজেলার অন্তর্গত ৯ নং সেনগাঁও ইউনিয়নের দক্ষিণ আগ্রা গ্রামের গজেন্দ্র নাথ রায়ের বাড়ির আঙ্গিনা থেকে জুয়া খেলার সময় চারজন জুয়ারু কে সেকেন্ড অফিসার মোঃ কামাল হোসেনের নেতৃত্বে থানার একটি টিম চৌকস টিম তাদের হাতেনাতে আটক করে।
১৪ ই ফেব্রুয়ারি সোমবার সন্ধ্যা ৬ টার সময় টাকার বিনিময়ে তাস দিয়ে জুয়া খেলার অপরাধে তাদের আটক করা হয়েছে। আটকের সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় - ০১ সেট তাস, নগদ টাকা ৩,১০০/- টাকা, একটি কালো রংয়ের ১০০ সিসি হিরো ডিলাক্স মটরসাইকেল, একটি কালো রংয়ের হিরো রয়েল বাইসাইকেল, ০২ টি নীল রংয়ের হিরো জেট বাইসাইকেল, ০৪ টি মোবাইল ফোন, একটি পাটের চট।
আটককৃতরা হলেন: মোঃ নায়েব আলী (৪২), পিতা-মোঃ নুর ইসলাম, ২.মোঃ শামসুল হক (৩৬), পিতা-নেকবর আলী, উভয় সাং-দানাজপুর, থানা-পীরগঞ্জ জেলা-ঠাকুরগাঁও, ৩.মোঃ আইয়ুব আলী (৩২), পিতা-মোঃ সুরুজ আলী, ৪.মোঃ শরীফুল ইসলাম (৩৫), পিতা-চয়েন মাহমুদ, উভয় সাং-উপদইল, থানা-পীরগঞ্জ (ঠাকুরগাঁও), জেলা-ঠাকুরগাঁও, ৫. গজেন্দ্র নাথ রায় (৫০), পিতা-মৃত স্বর্গ মোহন, সাং-দক্ষিন আগ্রা, থানা-পীরগঞ্জ, জেলা-ঠাকুরগাঁও।
এ বিষয়ে তাদের বিরুদ্ধে সেকেন্ড অফিসার এসআই মোঃ কামাল হোসেন বাদী হয়ে ৪ জন আসামি করে ৪/৫ জনের নামে অজ্ঞাত রেখে একটি মামলা দায়ের করেন, মামলা নং ১১।
অফিসার ইনচার্জ মোঃ জাহাঙ্গীর আলম জানান, আমরা তাদের জুয়া খেলার সময় হাতেনাতে আটক করেছি, এদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।