মোঃ পারভেজ হাসান
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে যমুনা গ্রুপের সম্মানিত প্রতিষ্ঠাাতা চেয়ারম্যান ও যুগান্তরের প্রতিষ্ঠাতা বিশিষ্ট শিল্পপতি,বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল ইসলাম (বাবুল) এর প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে পীরগঞ্জ প্রেসক্লাব হলরুমে যুগান্তর স্বজন সমাবেশের আয়োজনে এই দোয়া মাহফিল করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাপ্তাহিক প্রান্তকথা পত্রিকার সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির পীরগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু সায়েম, পীরগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহ সভাপতি ও বিশিষ্ট ব্যাংকার দবিরুল ইসলাম, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন বাবুল ও সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, স্বজন সমাবেশের সভাপতি অধ্যাপক আসাদুজ্জামান আসাদ,বিশিষ্ট নাট্যকার গৌতম দাস বাবলু, খ্রিষ্টান এসোসিয়েশন এর সভাপতি বিষ্ণুপদ রায়, পীরগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি ফজলুল কবির ফকির, সাহিত্য সম্পাদক আমিনুর রহমান হৃদয়, যুগান্তর প্রতিনিধি বুলবুল আহাম্মেদ, আওয়ামী লীগ নেতা ফারুক হোসেন সহ স্থানীয় সাংবাদিকরা। মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল পরিচালনা করেন হাফেজ মোহাম্মদ আবদুল্লাহ।