প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ২৩, ২০২৫, ৪:১৬ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৯, ২০২৪, ২:১৯ পি.এম
পুনরায় শিবগঞ্জ পৌরসভার উপ নির্বাচনে মেয়র নির্বাচিত হলেন তোহিদুর রহমান মানিক
বগুড়ার শিবগঞ্জ পৌরসভার উপ-নির্বাচনে মেয়র পদে তৌহিদুর রহমান মানিক আবারও নির্বাচিত হয়েছেন। তিনি নারিকেল গাছ প্রতীকে ভোট পেয়েছেন ৮ হাজার ১৩১টি।
শিবগঞ্জ পৌরসভার উপ-নির্বাচনে সিনিয়র জেলা নির্বাচন অফিসার বগুড়া ও শিবগঞ্জ পৌরসভার উপ-নির্বাচনের রিটানিং অফিসার মো মাহমুদ হাসান, শনিবার (৯ই মার্চ ) ভোট গণনা শেষে ফলাফল প্রকাশ করেন।
তিনি বলেন, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সকাল ৮ থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ করা হয়েছে। ১১টি কেন্দ্রে মোট ভোটার ছিলেন ১৯ হাজার ৪৭৩ জন। এর মধ্যে ভোট প্রদান করেছেন ১২ হাজার ৯২৩ জন। শতকরা হার ৬৬ দশমিক ৩৬।
বেসরকারি ফলাফলে তৌহিদুর রহমান মানিক নারিকেল গাছ প্রতীকে পেয়েছেন ৮ হাজার ১৩১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রিজ্জাকুল রহমান রাজু হ্যাঙ্গার প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৪৪১০ ভোট, খালেকুজ্জামান খালেক মোবাইল প্রতীকে পেয়েছেন ২১০ ভোট ও হামদান মন্ডল জগ প্রতীকে ১৭২ ভোট।
Copyright © 2025 dainikbijoyerbani.com. All rights reserved.