নুরল আমিন বিশেষ প্রতিনিধিঃ
নীলফামারী সদরের দুটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ও একটিতে মেম্বার প্রার্থীর ভোট কারচুপির অভিযোগ এনে মানববন্ধন করেছে সাধারণ ভোটাররা। সদরের লক্ষীচাপ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীদের ভোট গণনার সময় বুথে থাকা এজেন্টদের সরিয়ে বিদ্যুতের সংযোগ বন্ধ করে ভোট জালিয়াতির অভিযোগ তুলেছেন হাজারো জনতা। এদিকে চাপড়া সরনজামী ইউনিয়নের ০৮নং ওয়ার্ডে প্রিজাইডিং অফিসার ভোটকেন্দ্রে থাকা এজেন্টদের মামলার ভয়ভীতি দেখিয়ে মন গড়া মেম্বার প্রার্থীকে নির্বাচিত করার অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ করেছে স্থানীয়রা। ভোট গ্রহনের পরের দিন থেকেই চলছে চড়াইখোলা ইউনিয়নের পরাজিত প্রার্থীদের বিক্ষোভ। সবার দাবী পূণরায় ভোট গণনা চায়।
শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত পূণরায় ভোট গণনার দাবীতে লক্ষীচাপ ইউনিয়নের বেলতলী বাজারে ও চাপড়া সরনজামী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বানিয়াপাড়ায় মানব বন্ধন ও বিক্ষোভে অংশ নেয় বিভিন্ন শ্রেণী পেশার হাজার হাজার নারী-পুরুষ। এদিকে চড়াইখোলা ইউনিয়নেও ভোট গ্রহনের পরের দিন থেকেই চলছে বিক্ষোভ। সকলের অভিযোগ সুষ্ট নির্বাচন হলেও গণনার সময় ভোট চুরি করে প্রিজাইডিং অফিসাররা নিজেদের মন গড়া প্রার্থীকে নির্বাচিত করেছে। পূণরায় অভিযুক্ত ইউনিয়ন গুলিতে ভোট গণনার মাধ্যমে জনগণের নির্বাচিত প্রার্থীকে চেয়ারম্যান ও মেম্বারের পদ দেয়ার দাবী সাধারণ ভোটারদের। আর এই ভোট গণনা করা না হলে এই আনন্দলন চলমান থাকার কথা উল্লেখ করেন দুই ইউনিয়নের চেয়ারপ্রার্থী ও একটি ইউনিয়নের মেম্বার।
লক্ষীচাপ ইউনিয়নের মটর সাইকেল প্রতীক নিয়ে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী শ্যাম চরন রায় বলেন, ভোটাররা সকাল থেকে বিকেল পর্যন্ত সুষ্ঠভাবে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিয়েছে। সহজ কথায় নির্বাচন সুষ্ঠু হয়েছে। কিন্তু গণনার সময় আমিনুর চেয়ারম্যানের পূর্ব পরিকল্পিত ভোট জালিয়াতি কাজে লেগেছে। ৬নং ওয়ার্ডে ১৪৫টি ভোট নষ্ট দেখানো হয়েছে। একই সেন্টারে কিভাবে একটা প্রার্থীর ভোট নষ্ট হয়। ভোট গণনার সময় বিদ্যুতের সংযোগও বন্ধ করে রাখা হয়েছে। এজেন্টদের দূরে রেখে প্রিজাইডিংরা আমিনুর চেয়ারম্যানকে নির্বাচিত করেছে।
চাপড়া সরনজামী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী এমাজ উদ্দিন বলেন, আমার এজেন্টের ভোট গণনার সময় কেন্দ্র থেকে বের করে দেয়া হয়েছে। তখন আমি গেলে আমাকে বলা হয়েছে আজীবণ জেলে পঁচতে না চাইলে চুপ করে থাক। আমাদের রুমে তালা বন্ধ রেখে প্রিজাইডিং অফিসারের মন গড়া প্রার্থীকে নির্বাচিত করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন এই ওয়ার্ডের ভোট গণনা হয় নাই। ভোট গণনা হলে সাধারণ জনগণ পাবে তাদের নির্বাচিত প্রার্থী।