পুষ্টি সপ্তাহ উপলক্ষে নানিয়ারচরে মুক্তিযোদ্ধাদের স্বাস্থ্য পরিক্ষা
।।মাহাদী বিন সুলতান।।
জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২১ উপলক্ষ্যে সারাদেশের ন্যায় নানিয়ারচরে ও পালিত হচ্ছে সপ্তাহব্যাপী পুষ্টি সপ্তাহ। পুষ্টি সপ্তাহের শেষ দিনে জীবিত মুক্তিযোদ্ধাদের স্বাস্থ্য পরীক্ষা করেছে নানিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
বৃহস্পতিবার (২৯শে এপ্রিল) দুপুর সাড়ে ১১টায় উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে উপজেলার ৩জন তালিকাভুক্ত মুক্তিযোদ্ধা ও একজন মুক্তিযোদ্ধার স্ত্রীকে স্বাস্থ্য পরীক্ষা, ঔষধ সরবরাহ এবং পুষ্টিকারক খাদ্য বিতরণ করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড. নূয়েন খীসা। এসময় নানিয়ারচর স্বাস্থ্য বিভাগের স্বাস্থ্য সহকারী, নার্স ও মেডিকেল স্টাফগণ উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নানিয়ারচর উপজেলায় তালিকাভুক্ত ৮জন মুক্তিযোদ্ধা থেকে বর্তমানে জীবিত বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, মোঃ মাইনুল ইসলাম এবং মুক্তিযোদ্ধা লিয়াকত আলীকে চিকিৎসা সেবা, পরিক্ষা, ওষুধপত্র ও পুষ্টি খাদ্য বিতরণ করেছে স্বাস্থ্য বিভাগ।
এবিষয়ে ড. নূয়েন খীসা জানান, মুক্তিযুদ্ধের ৫০তম বার্ষিকীতে জাতির ৩ সূর্য সন্তান ও একজন মুক্তিযোদ্ধার স্ত্রীকে সম্মানের সাথে ডায়াবেটিস পরীক্ষা, ব্লাড প্রেসার পরীক্ষা ও চেষ্ট টেষ্ট করেছি। তাদের স্বাস্থ্য ভাল আছে। পাশাপাশি পুষ্টি সপ্তাহ উপলক্ষে তাদের মাঝে পুষ্টিগুণ সম্পন্ন খাদ্য বিতরণ করা হয়েছে।
Leave a Reply