আশরাফুল ইসলাম সবুজ
জেলা প্রতিনিধি,নরসিংদী :
পাখি ডাকা,ছায়া ঘেরা, নিভৃত পলিতে প্রাকৃতিক লীলাভূমিতে এক অপরুপ সৌন্দর্য্য বেষ্টিত নরসিংদী জেলার রায়পুরা উপজেলার মেঘনা নদী বেষ্টিত চর আড়ালিয়া ইউনিয়নের এক মনোরম পরিবেশে অবস্থিত ঐতিহ্যবাহী পূর্ব বাঘাইকান্দি এসইএসডিপি মডেল বিদ্যালয়ের ২০২১ ইং সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শনিবার (৬ নভেম্বর) সকাল ১১টায় পূর্ব বাঘাইকান্দি এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়াম হলে অত্র বিদ্যালের সহকারি প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান সভাপতিত্বে ২০২১ সালে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এসময় এবং প্রধান অতিথি হিসাবে উপস্থিত অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও চর আড়ালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের আইযূবুর রহমান আইয়ুব।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি মোঃ রিয়াজ উদ্দিন, চর আড়ালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এম এ শারফিন শাহ্,নরসিংদী চেম্বার অব কমার্সের সাবেক পরিচালক আলহাজ্ব এম এ কুদ্দুস রাসেল, নরসিংদী নাসিব এর সভাপতি মোঃ রুস্তম আলী,আবুল হোসেন, নাছির উদ্দিন, মিলন মেম্বার, সাকাতারা মেম্বার,চর আড়ালিয়া ইউনিয়ন ছাত্র লীগের সভাপতি সজিব সরকার, সাধারণ সম্পাদক এম এ ফকির কাউছার,রনি মেম্বার, আব্দুর রহমান নাহিদ,হৃদয় সরকার,সাইদুল ইসলাম, শফিকুল ইসলাম মোল্লা, সাইফুল ইসলাম,লিপি আক্তারসহ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।
উক্ত অনুষ্ঠানে ২০২১ইং সালে পূর্ব বাঘাইকান্দি এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয় থেকে মোট ৬২ জন শিক্ষার্থী বিদায় নিয়েছেন। এর মধ্যে বিজ্ঞান শাখার থেকে - আনিকা, নাদিয়া, কিরণ, আইরিন, লুৎফা, এনি, রেখা, শাহাদাত, রিফাত, আরাফাত, তাহের, সাঈদী ও সানি।
মানবিক শাখা থেকে :- জরিনা, সুবর্ণা, সিমলা, আরজিনা, রাহিমা, মুক্তা, রুমি, সাদিয়া, ফারজানা, ফাতেমা, মামিয়া, তানিয়া, বিউটি, বাইজিদ, ওমর সানী, তারেক, সাহিম, রুহুল আমিন, ফয়সাল, রাজিব, রিফাত, অলিউল্লাহ, রায়হান, শাহ্পরণ, জিলানী, পারভেজ, আরিফুল, রাজ্জাক, মাহফুজ ও তানভীর।
ব্যবসায় শিক্ষা শাখা থেকে:- শাহানাজ, রিমা, জোহেরা,মিতু, রিমা, আরজিনা,শাহিনুর,স্মৃতি ইতি, আরজিনা, রায়হান, আশরাফুল ইসলাম, আশিক, জুবায়ের ও হাসান।
এসময় বিদায় নিতে গিয়ে এবং বিদায় দিতে গিয়ে অনেক শিক্ষার্থী ও শিক্ষক আবেগে আপ্লুত হয়ে পড়েন। অনেক তুলে ধরেন বিদ্যালয়ের কৈশোর তারুণ্যের স্মৃতি বিজড়িত সকল কথা। আবারও বিদায় দিতে গিয়ে তারা বলেন বিদায় বেলায় বিরহ ব্যাথা আঁখি ছলছলি, যাবার বেলায় যে অপরে কাঁদায় তারেই মানুষ বলি।