পোরশায় ক্যান্সার রোগীর হাতে সরকারি সহায়তা প্রদান
হোসেন (বাবু) পোরশা নওগাঁ প্রতিনিধি :
আজ পোরশা উপজেলা নির্বাহি অফিসার কক্ষে দুজন রোগীর মাঝে ৫০,০০০ টাকা সরকারি সহায়তার দুটি চেক প্রদান করা হলো।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর ঘোষিত সমাজসেবা অধিদপ্তর কর্তৃক ক্যান্সার কিডনি এবং লিভার সিরোসিস রোগীর আর্থিক সহায়তা কর্মসূচি আওতায় পোরশা উপজেলার সমাজসেবা কার্যালয় বাস্তবায়নে উপজেলা নির্বাহী অফিস কক্ষে উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ শাহ মনজুর মোর্শেদ চৌধুরী ও নির্বাহি অফিসার মোহা: নাজমুল হামিদ রেজা দুজন ক্যান্সার ও কিডনি রোগীর মাঝে সরকারি দুটি চেক প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ কাজিবুল ইসলাম, মোঃ রেজাউল করিম শাহ এফ,এস পোরশা উপজেলা সমাজসেবা কার্যালয় ও সাংবাদিকবৃন্দ।
অদ্য ৪জন রোগীর মাঝে বিতরনের কথা থাকলেও উপস্থিত দুইজন যথাক্রমে মোঃ মোয়েজ উদ্দিন গ্রাম-খরপা দক্ষিণপাড়া ডাকঘর- শিশা হাট ও মোসাম্মৎ মনোয়ারা গ্রাম-চক কীত্তলী ডাকঘর নোনাহার উভয় পোরশা নওগাঁ মাঝে চেক প্রদান করা হয় এবং বাকি একজন মোহাম্মদ সেলিম পূর্ব গ্রাম ডাকঘর পোরশা মৃত্যু বরণ করেন ও মোসাম্মৎ মর্জিনা বেগম গ্রাম-সুতলী ঘাটনগর পোরশা নওগাঁ অনুপস্থিত ছিলেন।