পোরশায় অজ্ঞাত রোগে মারা যাচ্ছে হাজার হাজার মুরুক,মুরগী
হোসেন (বাবু) নওগাঁ প্রতিনিধি
নওগাঁ জেলার পোরশা উপজেলায় অজ্ঞাত এক রোগে মারা যাচ্ছে হাজার হাজার মুরগা,মুরগী। অজ্ঞাত ওই রোগের বিষয়ে সঠিক কোনো তথ্য কিংবা কোনো পরামর্শ দিতে পারছেন না উপজেলা প্রাণী সম্পদ বিভাগের কর্মকতারাও।
এ ব্যাপারে ভুক্তভোগী সোনালী ফার্মের মালিক রবিউল জানান, ফার্মটিতে গত এক সপ্তাহে প্রায় আট হাজার মুরগা,মুরগীর মৃত্যু হয়েছে। এ রোগের ব্যাপারে উপজেলা প্রাণী সম্পদ বিভাগের কর্মকর্তারা কোনো সঠিক কোনো পরামর্শ দিতে না পারায় শঙ্কা রয়েছে বাকি মুরগা,মুরগী বাঁচানোর।
উপজেলার তেতুঁলিয়া ইউনিয়নের জালুয়া গ্রামে অবস্থিত সরকারিভাবে নিবন্ধিত ফার্মটিতে সরজমিনে গিয়ে কথা হয় ফার্মটির মালিক রবিউলের সাথে। তিনি জানান, প্রায় তিন বছর আগে চারটি সেডে নির্মিত ফার্মটিতে চলতি মাসে প্রায় ১২ হাজার সোনালী মুরুক মুরগী ছিল। কিন্তু অজ্ঞাত রোগে গত এক সপ্তাহ থেকে সোমবার পর্যন্ত প্রায় ৮ হাজার মুুরগা মুরগীর মৃত্যু হয়েছে। ফলে গত এক সপ্তাহে তার কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা তিনি।
রবিউল আরো জানান, মুরুক,মুরগীগুলোর মৃত্যুর কারণ জানা নেই তার। প্রথম অবস্থায় ঝাঁকুনি দিয়ে ঘুরছে। এর পরেই পড়ে গিয়ে কিছুক্ষণের মধ্যে মারা যাচ্ছে। বিভিন্ন প্রকারের ওষুধ খাওয়ানোর পরও কোনো কাজ হচ্ছে না। জেলা প্রাণী সম্পদ বিভাগের একজন কর্মকর্তা ফার্ম পরিদর্শন করে কিছু পরামর্শ দিলেও তা কোনো কাজেই আসছে না।
এ ব্যাপারে স্থানীয় প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: শরিফুল ইসলামের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।
Leave a Reply