মোহাম্মাদ হোসেন(বাবু) নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর পোরশায় ইনভেষ্টমেন্ট কম্পোনেন্ট ফর ভালনারেবল গ্রæপ ডেভেলপমেন্ট (আসিভিজিডি) ২য় পর্যায় প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ সেপ্টেম্বর) বেলা ১১টার সময় পোরশা উপজেলা পরিষদ মিলনায়তনে মহিলা বিষয়ক অধিদপ্তর এর আয়োজনে বিশ্ব খাদ্য কর্মসূচীর কারিগরী ও ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) কৌশলগত সহযোগতীয়তায় ৪জনের মাঝে ভিজিডি কার্ড বিতরণ করা হয়।
অবহিতকরণ সভায় প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন পোরশা উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ অধ্যক্ষ শাহ মঞ্জুর মোর্শেদ চৌধূরী। উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হামিদ রেজার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথী হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান কাজিবুল ইসলাম, কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জাহাঙ্গীর আলম, প্রাণিসম্পদ কর্মকর্তা শরিফুল ইসলাম।
অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতান মাহমুদ। সভায় (আসিভিজিডি) ২য় পর্যায় প্রকল্পের উপর ভিত্তি করে ভিডিও উপস্থাপন করা হয়।
উন্মুক্ত আলোচনায় অংশ গ্রহন করেন নিতপুর ইউপি চেয়ারম্যান শাহ মোঃ আবুল কালাম চৌধূরীসহ উপজেলার ৬ইউপি চেয়ারম্যানগন। অবহিতকরণ সভায় আসিভিজিডি প্রকল্পের লক্ষ, উদ্দেশ্য, ষ্টেকহোল্ডারদের ভূমিকা এবং এর ফলাফল নিয়ে আলোচনা করা হয়।
প্রকল্পের আওতায় ৬৪টি জেলায় ভিজিডি কার্ড ধারী ১লক্ষ সুবিধাভোগী পরিবারকে নগদ আর্থিক অনুদান প্রদান এবং বিভিন্ন আয়বর্ধনমূলক কর্মকান্ডে সম্পৃক্ত করার পাশাপাশি তাদের জীবনমান উন্নয়নের জন্য বহুমুখি প্রশিক্ষ প্রদান করা হবে বলেও জানান বক্তারা।