মোহাম্মাদ হোসেন বাবু নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর পোরশায় কঠোর লকডাউনের দ্বিতীয় দিনে উপজেলার বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে।
এ দিন উপজেলার গুরুত্বপূর্ণ জনবহুল স্থান গুলো বেশ ফাঁকা দেখা গেছে। দোকানপাট বন্ধ রয়েছে। শুধু মাত্র জরুরী সেবা ছাড়া সব কিছুই বন্ধ রয়েছে। যারা কোন জরুরী প্রয়োজন ছাড়া রাস্তায় বের হয়েছেন তাদের গুনতে হয়েছে জরিমানা।
উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হামিদ রেজা এবং সহকারী কমিশনার ভূমি সোহরাব হোসেন এর নেতৃত্বে মোবাইল কোর্টে ১০টি মামলার মাধ্যমে ৪হাজার ৫শটাকা জরিমানা আদায় করা হয়েছে।
এ বিষয়ে ইউএনও জানান, উপজেলা ৬টি ইউনিয়নে ট্যাগ অফিসার এর নেতৃত্বে একটি করে টিম গঠন করা হয়েছে। লোকজন অকারণে যাতে ঘর থেকে বের না হন সে বিষয়ে তারা সার্বক্ষনিক মনিটরিং করে আসছেন। এতে ইউপি চেয়ারম্যান, গ্রামপুলিশ এবং স্বেচ্ছাসেবকগণ তৎপর রয়েছেন।
পাশাপাশি পুলিশ, বিজিবি ও সেনাবাহিনী টহল দিয়ে যাচ্ছেন। বর্তমানে কঠোর লকডাউন পালনে সর্ব সাধারণের পক্ষ থেকে ভালো সাড়া পাওয়া যাচ্ছে বলেও জানান তিনি।